রাজধানীর মিরপুর ১২ নম্বরের কালশী রোডে অবস্থিত বহুতল ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
শুক্রবার (২৪ অক্টোবর) রাত ১২টা ৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
এর আগে, রাত ১০টা ১৪ মিনিটের দিকে ভবনটির ছয়তলায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নেভাতে কাজ করে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন।
তিনি জানান, ভবনটির ছয়তলায় একটি গার্মেন্ট কারখানা ছিল, সেখান থেকেই আগুনের সূত্রপাত ঘটে। ভবনের দুই ও তিন তলায় ‘বিবাহ বাড়ি’ কমিউনিটি সেন্টার অবস্থিত।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন