জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক ও দৈনিক কালের কণ্ঠ-এর যুগ্ম সম্পাদক হাফিজ আল আসাদ সাঈদ খান বলেছেন, দেশনেতা তারেক রহমানের প্রণীত ৩১ দফা সাধারণ মানুষের আশার প্রতীক এবং আগামী বাংলাদেশের স্বপ্নের নকশা। দেশনেতা তারেক রহমান যার হাতে ধানের শীষ তুলে দেবেন আমরা তার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করব।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের নামাজপুর ঝনঝনিয়া সাইক্লোন সেন্টারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো বিনির্মাণের ৩১ দফা কর্মসূচি’ প্রচারের অংশ হিসেবে আয়োজিত এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ইদ্রিস মল্লিক।
প্রধান অতিথির বক্তব্যে সাঈদ খান বলেন, ‘ভোটই নাগরিকত্ব পুনর্নবীকরণের একমাত্র পথ। বিএনপি ধর্মকে দোহাই দিয়ে রাজনীতি করে না; বরং ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী একটি রাজনৈতিক দল। বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে সব ধর্ম-বর্ণের মানুষের সহাবস্থান নিশ্চিত করতে চায়।’
তিনি বলেন, ‘৫৬ হাজার বর্গমাইলের এই বাংলাদেশে সবার সমান অধিকার রয়েছে। এখানে ধর্মের নামে জান্নাত-জাহান্নামের ব্যবসা করার কোনো সুযোগ নেই।’
সাঈদ খান আরও বলেন, ‘যে মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীনতা পেয়েছি, সেই চেতনার সঙ্গে প্রতারণা করেছেন শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা। মুক্তিযুদ্ধের চেতনার নামে ধর্মপ্রাণ মানুষকে ‘জঙ্গি’ আখ্যা দিয়ে সমাজে হেয় করা হয়েছে, কালো আইন প্রণয়ন করে অনেককে অন্যায়ভাবে কারাবন্দি রাখা হয়েছে। তিনি বলেন, রাষ্ট্রের সঙ্গে জনগণের সম্পর্ক ভোটের মাধ্যমে স্থাপিত হয়। গত ১৫ বছর ধরে জনগণ সেই অধিকার থেকে বঞ্চিত। এবার আমাদের নাগরিকত্ব পুনর্নবীকরণ করতে হবে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে।’
উঠান বৈঠকে স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীসহ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন