গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্টি হওয়া লঘুচাপ এবং মৌসুমী বায়ুর সক্রিয়তার প্রভাবে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ২৪ ঘণ্টার জন্য বিশেষ সতর্কবার্তা জারি করেছে।
বুধবার (৯ জুলাই) সকাল ১০টা থেকে আগামীকাল সকাল ১০টা পর্যন্ত দেশের দক্ষিণ ও পূর্বাঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়ার বিশেষ বুলেটিনে জানানো হয়েছে, চট্টগ্রাম, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু এলাকায় ভারী বর্ষণের ফলে নগরজুড়ে জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। পাশাপাশি, চট্টগ্রাম বিভাগের পাহাড়ি অঞ্চলে ভূমিধসের আশঙ্কাও রয়েছে।
এ ছাড়া সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। এতে করে সমুদ্রবন্দরগুলোর জন্যও সতর্কতা জারি করা হয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলীয় এলাকা থেকে দূরে না গিয়ে সাবধানে চলাচলের পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এর আগে সকাল ৯টার নিয়মিত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ বিরাজ করছে। মৌসুমী বায়ুর অক্ষ রাজস্থান, মধ্যপ্রদেশ, বিহার, লঘুচাপের কেন্দ্র এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের মতে, দেশের ওপর মৌসুমী বায়ু সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে তা প্রবল অবস্থায় রয়েছে, যা আগামী ২৪ ঘণ্টায় বিরূপ আবহাওয়ার ঝুঁকি বহন করছে।