ঢাকা শনিবার, ১২ জুলাই, ২০২৫

টানা ৫ দিন ঝরবে বৃষ্টি, ৬ জেলায় ঝড়ের শঙ্কা

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ৯, ২০২৫, ০৩:৫৬ পিএম
টানা পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। ছবি- সংগৃহীত

বাংলাদেশের ওপর সক্রিয় মৌসুমি বায়ু ও উত্তর বঙ্গোপসাগরে প্রবল লঘুচাপের প্রভাবে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে ছয়টি উপকূলীয় অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে।

বুধবার (৯ জুলাই) আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত নদীবন্দর সতর্কবার্তায় এ তথ্য জানিয়েছেন। এতে বলা হয় খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বৃষ্টিপাতের বিস্তারিত পূর্বাভাস (৯–১৩ জুলাই)

৯ জুলাই (বুধবার)

রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর বিভাগের অনেক স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

১০ জুলাই (বৃহস্পতিবার)

রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের অনেক জায়গায় এবং ঢাকার কিছু অংশে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সারা দেশে তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

১১ জুলাই (শুক্রবার)

ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। রংপুর ও রাজশাহীতেও কিছু কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

১২ জুলাই (শনিবার)

দেশের আটটি বিভাগেই রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য কমবে।

১৩ জুলাই (রোববার)

বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে। দেশের বেশিরভাগ বিভাগেই বজ্রসহ বৃষ্টি এবং কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

সতর্কবার্তা ও প্রস্তুতির আহ্বান

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উপকূলীয় অঞ্চলসমূহে প্রবল ঝড়ো হাওয়ার আশঙ্কা থাকায় সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হচ্ছে। বিশেষ করে নদীবন্দর ও উপকূলীয় অঞ্চলের জনসাধারণকে সতর্ক থাকতে বলা হয়েছে।

বৃষ্টিপাতের কারণে নগরজীবনে জলাবদ্ধতা ও যানজট সৃষ্টি হতে পারে। সেই সঙ্গে পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকি বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।