ঢাকা রবিবার, ১৩ জুলাই, ২০২৫

আরও ৫ দিন বজ্রসহ ভারি বৃষ্টির সম্ভাবনা

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৩, ২০২৫, ০৬:৫৫ এএম
ফাইল ছবি

দেশজুড়ে আষাঢ়ের ধারাবাহিক বর্ষণে কোথাও কোথাও দেখা দিয়েছে জলাবদ্ধতা, আবার কোথাও বেড়েছে গরমের অনুভূতি। গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ ২০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এ অবস্থায় আরও পাঁচ দিন বজ্রসহ ভারি বর্ষণের পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।

আবহাওয়াবিদ ড. মো. নাজমুল হক জানান, মৌসুমী বায়ুর অক্ষ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। সেই সঙ্গে মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় বিরাজ করছে।

রোববার (১৩ জুলাই) চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গা এবং রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণও হতে পারে। দিনের তাপমাত্রা ১–২ ডিগ্রি কমলেও রাতের তাপমাত্রা সামান্য কমবে।

সোমবার (১৪ জুলাই) রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাপমাত্রা থাকবে প্রায় অপরিবর্তিত।

মঙ্গলবার (১৫ জুলাই) রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগে অধিকাংশ জায়গায় এবং চট্টগ্রামে অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারি বর্ষণের পূর্বাভাস রয়েছে। তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

বুধবার (১৬ জুলাই) রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেটে অধিকাংশ জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রামে অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। বিশেষ করে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেটে মাঝারি থেকে অতি ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) রাজশাহী, চট্টগ্রাম ও সিলেট বিভাগে অধিকাংশ এবং রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশালে অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। মাঝারি থেকে ভারি বর্ষণ অব্যাহত থাকতে পারে। সারা দেশে তাপমাত্রা থাকবে প্রায় অপরিবর্তিত।