ঢাকা শনিবার, ১৯ জুলাই, ২০২৫

বৃষ্টি হলেও গরম কমছে না কেন?

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৯, ২০২৫, ১২:৫১ পিএম
প্রতীকী ছবি

টানা বৃষ্টি, আবার দুদিন ধরে রোদ। এমন অবস্থার মধ্যেও ভ্যাপসা গরমে নাকাল রাজধানীবাসী। এত বৃষ্টির পরও কমছে না গরমের তীব্রতা। যার কারণে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন।

ভ্যাপসা গরম কেন কমছে না, এমন প্রশ্নের জবাবে আবহাওয়াবিদ বলেন, জুন থেকে সেপ্টেম্বর দেশে ‘উষ্ণ বৃষ্টি’ হয়। এই সময়ে বাতাসে জলীয় বাষ্পের আধিক্য থাকায় বাড়ে আর্দ্রতা। ফলে অধিক বৃষ্টির পরও কমে না গরমের তীব্রতা।

অপরদিকে দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে দেশের বিভিন্ন জেলায় তাপপ্রবাহ এবং বজ্রবৃষ্টি হতে পারে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি থাকতে পারে।

আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৯১ শতাংশ। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস।

আরেক পূর্বাভাসে বলা হয়েছে, আজ রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। 

সেইসঙ্গে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।