ঢাকা শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫

টানা ১০ দিন ভারি বৃষ্টি হতে পারে, জানাল আবহাওয়া অফিস

রূপালী ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২২, ২০২৫, ০৪:০৬ পিএম
আবহাওয়া অধিদপ্তর। ছবি- সংগৃহীত

দেশের বিভিন্ন অঞ্চলে টানা ১০ দিন ভারি বর্ষণের আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (২২ আগস্ট) সকাল ৯টা থেকে দেওয়া পূর্বাভাসে সংস্থাটি জানিয়েছে, মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত সম্প্রসারিত হয়েছে। ফলে বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে তা প্রবল অবস্থায় রয়েছে।

শুক্রবার (২২ আগস্ট) খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারি বৃষ্টিপাত হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শনিবার (২৩ আগস্ট) রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় একইরকম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কিছু এলাকায় অতি ভারি বর্ষণ হতে পারে।

রোববার (২৪ আগস্ট) এ দিনও প্রায় একই ধরনের বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং অন্যান্য বিভাগেও বৃষ্টি হতে পারে।

সোমবার (২৫ আগস্ট) রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও ভারি বর্ষণও হতে পারে। দিনে তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

মঙ্গলবার (২৬ আগস্ট) ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী ও সিলেট বিভাগের দু’এক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

এ ছাড়াও আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বর্ধিত পাঁচ দিনেও থাকতে পারে বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। ফলে পাহাড়ি এলাকাগুলোতে ভূমিধসের আশঙ্কা এবং নিম্নাঞ্চলে জলাবদ্ধতা দেখা দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।