ঢাকা রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

তিন দিন ঢাকাসহ ৬ বিভাগে ভারি বর্ষণ, পাহাড়ে ধসের আশঙ্কা

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২৫, ১২:২৯ পিএম
ছবি- সংগৃহীত

ঢাকাসহ দেশের ছয় বিভাগে আগামী তিন দিনে ভারি থেকে অতি ভারি বর্ষণের আশঙ্কা করা হয়েছে।  আবহাওয়া অফিসের বিশেষ সতর্কবার্তায় জানানো হয়েছে, পাহাড়ি এলাকায় ভূমিধসের সম্ভাবনাও রয়েছে।

রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে আবহাওয়া অফিসের সতর্ক বার্তায় এই তথ্য জানা গেছে।

আবহাওয়া অধিদপ্তরের এ কে এম নাজমুল হকের স্বাক্ষরিত এক বার্তায় বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর সক্রিয়তাকে কেন্দ্র করে আগামী ৭২ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে ভারি (৪৪ থেকে ৮৮ মিলিমিটার) থেকে অতি ভারি (১৮৮ মিলিমিটার পর্যন্ত) বৃষ্টি হতে পারে।

বিশেষত, চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে অতি ভারি বর্ষণের কারণে ভূমিধসের ঝুঁকি রয়েছে। একই সঙ্গে, ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় ভারি বৃষ্টির কারণে অস্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে।

অপর একটি আবহাওয়ার বার্তায় আবহাওয়া বিশেষজ্ঞ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, রংপুর, দিনাজপুর, ঢাকা, ফরিদপুর, বগুড়া, ময়মনসিংহ, টাঙ্গাইল, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেটসহ ১৪ জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। এই ঝড়ে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে এই ঝড়ে বয়ে যেতে পারে। সেইসঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। এ অবস্থায় ১৪ জেলার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।