ঢাকা: রাশিয়ান ও চীনা নৌবাহিনীর জাহাজগুলো প্রশান্ত মহাসাগরের উত্তর-পূর্বে একটি যৌথ টহলে যোগ দিয়েছে। মঙ্গলবার রাশিয়ার সামরিক বাহিনীর উদ্ধৃতি দিয়ে মস্কো থেকে এএফপি এ কথা জানায়।
এতে বলা হয়, ন্যাটো বেইজিংকে ইউক্রেনে মস্কোর যুদ্ধের একটি সমর্থক বলে অভিহিত করায় দুই দেশের সম্পর্ক আরো গভীরতর করতে রাশিয়া ও চীনের যৌথ সামরিক মহড়ার পর জাহাজগুলো সাবমেরিন-বিরোধী কৌশল অনুশীলনে যোগ দিয়েছে।
সেপ্টেম্বরের গোড়ার দিকে চীন জানায়, দুই পক্ষ যৌথ সামুদ্রিক টহলে অংশ নেবে এবং চীন রাশিয়ার ‘ওশান-২০২৪’ কৌশলগত মহড়াতেও অংশগ্রহণ করবে। জুলাই মাসে, দুই দেশ চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংডং প্রদেশের ঝানজিয়াং নগরীর চারপাশে সমুদ্র ও আকাশসীমায় যৌথ মহড়া করেছে।
২০২২ সালে মস্কো ইউক্রেনে আক্রমণ শুরুর প্রাক্কালে তারা এক ‘সীমাহীন’ অংশীদারিত্ব ঘোষণা করেছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন