আজারবাইজানের রাজধানী বাকুতে শুরু হয়েছে জলবায়ু সম্মেলন কপ-২৯ (কনফারেন্স অব পার্টিজ)। এবারের সম্মেলনের মূল লক্ষ্য, জলবায়ু সংকটের ভুক্তভোগী দরিদ্র দেশগুলোকে আরও অর্থসহায়তা দেওয়ার পথ খুঁজে বের করা।
সোমবার (১১ নভেম্বর) থেকে শুরু হয়ে এই সম্মেলন চলবে ২২ নভেম্বর পর্যন্ত।
এবারের আসরে ৭০ হাজারের বেশি প্রতিনিধিসহ প্রায় ২০০ দেশের শীর্ষস্থানীয় নেতারা একত্র হবেন। জলবায়ু সংকট সমাধানে উৎসাহ দিতে সম্মেলন শুরুতে সংস্থাটির সদস্য দেশগুলোর প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রীরা যোগ দিয়ে থাকেন।
তবে এবার বড় কয়েকটি অর্থনীতি এবং সর্বাধিক কার্বন নিঃসরণকারী দেশের শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত থাকছেন না এ সম্মেলনে। যাদের মধ্যে আছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সম্মেলনে বাংলাদেশ থেকে যোগ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এবার প্রথমবারের মতো সম্মেলনে আমন্ত্রণ পেয়েছে আফগানিস্তানের তালেবান সরকার। এ সম্মেলনে জলবায়ু সংকটের পাশাপাশি ইউক্রেন ও গাজায় চলমান যুদ্ধ এবং বৈশ্বিক অর্থনৈতিক সংকট নিয়েও আলোচনা করবেন নেতারা।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন