খ্রিস্টীয় নতুন বছরকে বরণ করতে শেষ মুহূর্তের প্রস্তুতিতে নিচ্ছে বিশ্ববাসী। বর্ষবরণ উদযাপনকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করা হয়েছে বিশ্বের বিভিন্ন দেশে।
নিউইয়র্ক
প্রতিবছরের মতো এবারও নিউইয়র্কের টাইমস স্কয়ার সেজে উঠছে ভিন্ন সাজে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাতে হাজারো মানুষ একসঙ্গে জড়ো হয়ে স্বাগত জানাবেন ২০২৫ সালকে। এ উপলক্ষে শহরে নিরাপত্তা জোরদার করেছে স্থানীয় প্রশাসন।
সোমবার (৩০ ডিসেম্বর) নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস এক সংবাদ সম্মেলনে জানান, নববর্ষ উদযাপনকে ঘিরে কোনো ধরনের হুমকির আশঙ্কা নেই। নীল ও সাদা পোশাকে শহরের গুরুত্বপূর্ণ সব জায়গায় অবস্থান নেবেন নিরাপত্তাকর্মীরা।
ব্রাজিল
প্রতি বছরের মতো এবারও ব্রাজিলের রিও ডি জেনেরিও শহরের সমুদ্র সৈকতে তৈরি হয়েছে বড় মঞ্চ। সৈকত ঘিরে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। নতুন বছরকে বরণ করতে প্রদর্শিত হবে আতশবাজির খেলা।
জার্মানি
নিরাপত্তা বেষ্টনির মধ্যে নতুন বছর বরণের প্রস্তুতি নিচ্ছে জার্মানি। চলতি মাসে দেশটির পূর্বাঞ্চলের ম্যাডেনবার্গ শহরের ক্রিসমাস মার্কেটে গাড়ি হামলায় হতাহতের ঘটনার পর কঠোর করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, নববর্ষ উদযাপন উপলক্ষে বার্লিনের ব্র্যান্ডেনবার্গ গেটে আয়োজিত অনুষ্ঠানে জড়ো হবেন প্রায় ৬৫ হাজার মানুষ। এ উপলক্ষে দেশটির রাজধানীজুড়ে ৫ হাজার পুলিশ টহল দেবে বলে জানিয়েছে প্রশাসন।
 

 
                            -20241231070309.jpg) 
                                     সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
       -20251031164129.webp) 
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন