রাশিয়ার ওপর আরও চাপ সৃষ্টি করতে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা করছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতারা। জি-সেভেন গোষ্ঠীর শীর্ষ কূটনীতিকরা শুক্রবার (২১ মার্চ) রাশিয়া-ইউক্রেন যুদ্ধে যুক্তরাষ্ট্রের অস্ত্রবিরতি প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান জানিয়ে এ কথা জানান।
কানাডায় আয়োজিত বৈঠক শেষে এক যৌথ বিবৃতিতে জি-সেভেন কূটনীতিকরা বলেন, আমরা রাশিয়াকে আহ্বান জানাই, যেন তারা ন্যায়সঙ্গত শর্তে অস্ত্রবিরতিতে সম্মত হয় এবং তা সম্পূর্ণভাবে কার্যকর করে।
তারা আরও বলেন, যদি রাশিয়া এতে রাজি না হয়, তবে তাদের আরও মূল্য দিতে হবে। নিষেধাজ্ঞা আরও কঠোর হবে, তেলের দাম নিয়ন্ত্রণে পদক্ষেপ নেওয়া হবে এবং ইউক্রেনকে অতিরিক্ত সহায়তা দেওয়া হবে।
কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি জানান, যুক্তরাষ্ট্রের অস্ত্রবিরতি প্রস্তাবে ইউক্রেনের সমর্থন রয়েছে, এবং জি-সেভেনের সব পররাষ্ট্রমন্ত্রী এতে একমত। এখন রাশিয়ার সিদ্ধান্ত নেওয়ার পালা।
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি একই সুরে বলেন, এটাই সঠিক সময়, কোনো শর্ত ছাড়াই অস্ত্রবিরতির জন্য। ইউক্রেন তার অবস্থান পরিষ্কার করেছে, এখন সিদ্ধান্ত নেওয়া রাশিয়ার ওপর নির্ভর করছে।
এ বৈঠকে জি-সেভেন পররাষ্ট্রমন্ত্রীরা বৈশ্বিক নিরাপত্তায় চীনের ভূমিকা, ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের স্থিতিশীলতা এবং সামুদ্রিক বাণিজ্যপথের নিরাপত্তা নিয়েও আলোচনা করেন।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
       -20251101005633.webp) 
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন