যুক্তরাজ্য ভিসা প্রার্থীদের জন্য বড় দুঃসংবাদ দিল যুক্তরাজ্য। চলতি বছরের ৯ এপ্রিল থেকে প্রায় সব ধরনের ভিসা ফি বাড়বে বলে ঘোষণা দিয়েছে দেশটি। পরিদর্শন বা ভ্রমণ, শিক্ষার্থী ও কর্মসংস্থান ভিসার ক্ষেত্রে নতুন এই পরিবর্তন প্রযোজ্য হবে।
ব্রিটিশ সরকার বলছে, অভিবাসন ও সীমান্ত ব্যবস্থাপনার ব্যয়ভার যাতে জনগণের ওপর না পড়ে, সেজন্য এই বাড়তি ফি নির্ধারণ করা হয়েছে। সোমবার (২৪ মার্চ) এক বিবৃতিতে এসব তথ্য জানায় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের তথ্যানুসারে, ৯ এপ্রিল থেকে যুক্তরাজ্যে শিক্ষার্থী ভিসা ফি হবে ৫২৪ পাউন্ড (৮২ হাজার ৪৭৮ টাকা)। বর্তমানে এই ভিসার ফি ৪৯০ পাউন্ড (৭৭ হাজার ১২৬ টাকা)।
অন্যদিকে, তিন বছর মেয়াদি দক্ষ কর্মী ভিসার ফি করা হচ্ছে ৭৬৯ পাউন্ড বা ১ লাখ ২১ হাজার ৪১ টাকা। বর্তমানে এই ফি ৭১৯ পাউন্ড বা ১ লাখ ১৩ হাজার ১৭১ টাকা। আর ৫ বছর মেয়াদি কর্মী ভিসা ফি ১ হাজার ৪২০ পাউন্ড (২ লাখ ২৩ হাজার ৫১০ টাকা) থেকে বাড়িয়ে ১ হাজার ৫১৯ পাউন্ড (২ লাখ ৩৯ হাজার ৯৩ টাকা) করা হচ্ছে।
এছাড়া স্বল্পমেয়াদি পর্যটন ভিসার (৬ মাস) জন্য আবেদনকারীকে গুণতে হবে ১২৭ পাউন্ড বা বাংলাদেশি মুদ্রায় ১৯ হাজার ৯৯০ টাকা। বর্তমানে এই ফি ১১৫ পাউন্ড বা ১৮ হাজার ১০১ টাকা। আর দীর্ঘমেয়াদি পর্যটন ভিসা (৬ মাসের বেশি) ফি হবে ৪৭৫ পাউন্ড বা বাংলাদেশি মুদ্রায় ৭৪ হাজার ৭৬৫ টাকা, যা বর্তমানে ৪৩২ পাউন্ড বা ৬৭ হাজার ৩৭৫ রুপি।
আবার ৫ বছর ও ১০ বছর মেয়াদি ভিসার ফি করা হবে যথাক্রমে ৮৪৮ পাউন্ড (১ লাখ ৩৩ হাজার ৬৭৬ টাকা) ও ১ হাজার ৫৯ পাউন্ড (১ লাখ ৬৬ হাজার ৬৬৮ টাকা)। বর্তমানে এই ফি যথাক্রমে ৭৭১ পাউন্ড (১ লাখ ২১ হাজার ৩৫৬ টাকা) এবং ৯৬৩ পাউন্ড (১ লাখ ৫১ হাজার ৭৭৭ টাকা)।
আর যারা ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন (ইটিএ) ভিসার জন্য আবেদনে আগ্রহী, তাদেরও ৯ এপ্রিলের পর থেকে ১০ পাউন্ডের (১ হাজার ৫৭৪ টাকা) পরিবর্তে ১৬ পাউন্ড (২ হাজার ৫১৮ টাকা) ব্যয় করতে হবে।
ভিসার পাশাপাশি স্পন্সরশিপ ও নাগরিকত্বের জন্য আবেদনের ফিও বাড়ানো হয়েছে। দক্ষ কর্মীদের স্পন্সরের ক্ষেত্রে আগামী ৯ এপ্রিল থেকে ৫২৫ পাউন্ড (৮২ হাজার ৬৭৫ টাকা) স্পন্সর ফি দিতে হবে নিয়োগকর্তাদের, বর্তমানে এই ফি ২৩৯ পাউন্ড বা ৩৭ হাজার ৬১৮ টাকা

 
                            -(1)-20250325073429.jpg) 
                                    -(1)-20250325053227.webp)

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
       -20251031160223.webp) 
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন