বিশ্ববিখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক শুক্রবার (২৮ মার্চ) ঘোষণা করেন, তিনি তার মালিকানাধীন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স (সাবেক টুইটার) বিক্রি করেছেন তারই প্রতিষ্ঠিত এক্স এআই (xAI) নামক কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) কোম্পানিকে।
চুক্তির মূল্য ৪৫ বিলিয়ন ডলার, যা মাস্কের ২০২২ সালে টুইটার কেনার দামের চেয়ে সামান্য বেশি। তবে নতুন চুক্তির অধীনে ১২ বিলিয়ন ডলারের ঋণ অন্তর্ভুক্ত রয়েছে।
মাস্ক এক্সে (X) এক পোস্টে লিখেছেন, এই চুক্তির ফলে এক্স-এর মূল্যমান ৩৩ বিলিয়ন ডলার নির্ধারিত হয়েছে।
এক্স ও এক্স এআই-এর সমন্বয়ে নতুন ভবিষ্যৎ
ইলন মাস্ক বলেন, ‘এক্স ও এক্স এআই-এর ভবিষ্যৎ একে অপরের সঙ্গে জড়িত। আজ আমরা আনুষ্ঠানিকভাবে এই দুই প্ল্যাটফর্মের ডাটা, মডেল, কম্পিউটিং ক্ষমতা, বিতরণ ব্যবস্থা এবং প্রতিভাকে একত্রিত করার পদক্ষেপ নিচ্ছি। এই সংযুক্তির ফলে এক্স এআই-এর উন্নত এআই প্রযুক্তির সঙ্গে এক্স-এর বিশাল ব্যবহারকারী ভিত্তির সংযোগ ঘটবে, যা বিপুল সম্ভাবনার দুয়ার খুলবে।’
এখন পর্যন্ত এক্স-এ কোনো বড় পরিবর্তনের ঘোষণা দেয়া হয়নি। তবে এক্স এআই-এর গ্রক (Grok) চ্যাটবট ইতিমধ্যেই প্ল্যাটফর্মে একীভূত হয়েছে। মাস্ক বলেছেন, এই সংযুক্ত প্ল্যাটফর্ম ‘আরও স্মার্ট এবং অর্থবহ অভিজ্ঞতা’ প্রদান করবে। তিনি আরও উল্লেখ করেন, নতুন কোম্পানির সম্মিলিত মূল্যমান ৮০ বিলিয়ন ডলার।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন