গত সপ্তাহের শুরু থেকে মার্কিন যুক্তরাষ্ট্র মিত্র ইসরায়েলে অস্ত্র সরবরাহ বাড়িয়েছে। ইউরোপ, মধ্যপ্রাচ্য ও নিজ ভূখণ্ড থেকে এসব ভারী সমরাস্ত্র পাঠাচ্ছে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্রটি।
মিডল ইস্ট আইয়ের প্রতিবেদন অনুসারে, সাম্প্রতিক দিনগুলোতে ইসরায়েলের নেভাটিম বিমান ঘাঁটিতে কয়েক ডজন সি-১৭ গ্লোবমাস্টার বিমান অবতরণ করেছে। সামরিক ভাষায়, এই মডেলের বিমানকে ‘স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্ট এয়ারক্র্যাফ্ট’ বলা হয়ে থাকে।
গুগল ম্যাপের তথ্যমতে, নেভাটিম বিমান ঘাঁটি থেকে অবরুদ্ধ গাজা ও জেরুজালেমে বিমান হামলা করতে সময় লাগবে মাত্র ১০ মিনিট। এবং নেভাটিম ঘাঁটি থেকে জর্ডানের রাজধানী আম্মানের দূরত্ব প্রায় দেড়শ কিলোমিটার।
পরিবহন সক্ষমতায় যুক্তরাষ্ট্রের তৈরি এই বিমান একসঙ্গে ৭০ টন ট্যাঙ্ক বা ভারী কামানের মতো অস্ত্র ও রসদ দুর্গম এলাকায় পৌঁছে দিতে পারে। বিমানটি মার্কিন ‘থাড’ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য ক্ষেপণাস্ত্রও বহন করতে সক্ষম। আর এসব কার্গো উড়োজাহাজ এসেছে আমেরিকা, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো থেকে।
মঙ্গলবার (১৫ এপ্রিল) গাজায় যুদ্ধবিরতির আলোচনার মধ্যে নেভাটিম বিমান ঘাঁটিতে এম-৮৪ ভারী বোমা, গোলাবারুদ ও অন্যান্য সামরিক অস্ত্র বহনকারী ছয়টি বিমান অবতরণ করেছে। হামাস-ইসরায়েল আলোচনা ব্যর্থ হলে এটি ইরানের ওপর সম্ভাব্য আক্রমণের প্রস্তুতির অংশ বলে জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যমটি।

 
                             
                                    -20250416044739.webp)
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন