কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সশস্ত্র হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক এবং সামরিক উত্তেজনা নতুন করে উসকে উঠেছে। এই পরিস্থিতিতে পারমাণবিক শক্তিধর পাকিস্তান ভারতের প্রতি কড়া সতর্কবার্তা দিয়েছে।
পাকিস্তানের সামরিক মুখপাত্র আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বুধবার (৩০ এপ্রিল) বলেন, ‘আমরা যুদ্ধ চাই না, কিন্তু আমাদের সীমান্তে যেকোনো ধরনের আগ্রাসনের উত্তর দেওয়ার জন্য আমরা সর্বাংশে প্রস্তুত। আমাদের ধৈর্যের সীমা পরীক্ষা কোরো না।’
তিনি বলেন, ‘পাকিস্তান একটি দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে সবসময় সংলাপ ও শান্তিপূর্ণ পথ বেছে নিতে চায়। কিন্তু আমাদের বিরুদ্ধে হুমকি বা আগ্রাসনের চেষ্টা করা হলে, তার জবাব কঠোরভাবে দেওয়া হবে।’
লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী আরও জানান, সশস্ত্র বাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী এবং দেশের সব প্রতিরক্ষা বিভাগ একযোগে যেকোনো জাতীয় হুমকি মোকাবিলায় প্রস্তুত রয়েছে। ‘আমরা সর্বত্র সক্রিয়, আমাদের প্রস্তুতি সর্বদা অটুট।’
ভারতের উদ্দেশ্যে সরাসরি বার্তা দিয়ে তিনি বলেন, ‘যদি তোমরা সংঘাতের পথ বেছে নাও, তবে তার পরিণতির দায়ভার তোমাদের। সেই সংঘাত কোথায় গিয়ে ঠেকবে, তা নির্ধারণ করব আমরা।’
তিনি জানান, পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনী প্রতিশোধমূলক প্রতিক্রিয়া জানাতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
তিনি বলেন, ‘আমাদের জাতীয় একতা আজ অভূতপূর্ব। ভারতের হুমকির বিরুদ্ধে সমগ্র দেশ, সব রাজনৈতিক দল এবং জাতীয় নিরাপত্তা পরিষদ একই কণ্ঠে রুখে দাঁড়িয়েছে।’
তিনি আরও বলেন, ‘পাকিস্তানের জনগণ সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে কোনো আপস করবে না। দেশের মাটি, মান ও মর্যাদার সুরক্ষায় আমরা একবিন্দুও পিছু হটব না।’