ভারতের রাজস্থান থেকে বাংলাদেশি অভিবাসীদের ফেরত পাঠানোর নির্দেশ দিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা।
বৃহস্পতিবার (১ মে) সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানায়, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে দফায় দফায় বৈঠকের পর রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা বুধবার (৩০ এপ্রিল) পুলিশকে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের বিরুদ্ধে অভিযান শুরু করার নির্দেশ দিয়েছেন।
প্রতিবেদনে আরও জানানো হয়, রাজ্যে অবৈধভাবে বসবাস করা বাংলাদেশি নাগরিকদের শনাক্ত করে তাদের দেশে ফেরত পাঠানোর (ডিপোর্ট করার) নির্দেশও দেন তিনি।
মুখ্যমন্ত্রী একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে দফায় দফায় বৈঠক করেন এবং এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন। এক কর্মকর্তা জানান, মুখ্যমন্ত্রী রাজ্যে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন। তিনি তাদের শনাক্ত করে দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করতে কর্মকর্তাদের বলেছেন।
এদিন মুখ্যমন্ত্রী বিদ্যুৎ দপ্তরের এক পর্যালোচনা বৈঠকেও অংশ নেন। সেখানে তিনি জানান, সরকার ২০২৭ সালের মধ্যে রাজ্যের কৃষকদের দিনে বিদ্যুৎ সরবরাহ করার লক্ষ্য নিয়ে কাজ করছে। সেইসঙ্গে শিল্প খাতেও বিদ্যুৎ সরবরাহ বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, এই লক্ষ্য অর্জনের জন্য বিদ্যুৎ উৎপাদন, সংক্রমণ ও বিতরণ ব্যবস্থা আরও শক্তিশালী করতে হবে এবং তা দূরদর্শিতা ও পরিকল্পনার সঙ্গে করতে হবে।
সূত্র: এনডিটিভি