ইসরায়েলের জেরুজালেম পাহাড়ে শুরু হওয়া ব্যাপক দাবানল গোটা অঞ্চলে ছড়িয়ে পড়েছে। দাবানল নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে বড় দাবানল হতে পারে বলে সতর্ক করেছে ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিসের জেরুজালেম জেলার প্রধান।
বুধবার (৩০ এপ্রিল) সকালে তীব্র দাবদাহ এবং প্রবল বাতাস দাবানলকে দ্রুত ছড়িয়ে দেয়। এতে করে কমপক্ষে ২,৯০০ একর বনভূমি পুড়ে গেছে, যার মধ্যে লাত্রুনের নিকটস্থ কানাডা পার্ক প্রায় সম্পূর্ণরূপে ধ্বংস হয়েছে বলে জানা যায়।
দাবানলের উৎস এখনো অজানা, তবে কিছু ক্ষেত্রে আগুন লাগানোর সন্দেহ করছে নিরাপত্তা বাহিনী। ইতোমধ্যে জেরুজালেমের উম্ম তুবা এলাকার এক ৫০ বছর বয়সি ব্যক্তিকে দক্ষিণ জেরুজালেমে আগুন লাগানোর চেষ্টার অভিযোগে আটক করা হয়েছে।
সেনাবাহিনীর সহায়তা ও জরুরি অবস্থা ঘোষণা
ইসরায়েলের সেনাবাহিনী (আইডিএফ) স্থলে ও আকাশপথে সহায়তা দিতে মাঠে নেমেছে। ‘সুপার হারকিউলিস’ বিমান থেকে ২৫ বার ফায়ার রিটার্ডেন্ট ছিটানো হয়েছে। ইউনিট ৬৬৯ হেলিকপ্টার দিয়ে এলাকা পর্যবেক্ষণ করছে।
রাতের বেলায় আগুন নেভানোর কাজ বন্ধ রাখতে হয়েছে, কারণ অন্ধকারে উড়োজাহাজ চলাচলে সীমাবদ্ধতা রয়েছে। ফায়ার সার্ভিস বৃহস্পতিবার (১ মে স্থানীয় সময়) সকাল থেকে আবার অভিযান শুরু করবে বলে জানিয়েছে।
ফায়ার সার্ভিস ও আন্তর্জাতিক সহায়তা
ইসরায়েল ফায়ার সার্ভিস জানিয়েছে, ১৬৩টি ফায়ার ইউনিট এবং ১২টি ফায়ারফাইটিং বিমান একযোগে কাজ করছে। বিভিন্ন দেশের কাছে সহায়তা চাওয়া হয়েছে।
ইতালি, স্পেন, ফ্রান্স, রোমানিয়া, সাইপ্রাস এবং ক্রোয়েশিয়া ইতোমধ্যে বিমান ও হেলিকপ্টার পাঠাচ্ছে। ইউক্রেন ও ইকুয়েডরসহ আরও দেশ সহায়তার প্রস্তাব দিয়েছে।
ফিলিস্তিন কর্তৃপক্ষও সহায়তার প্রস্তাব দিয়েছে, তবে বুধবার রাত পর্যন্ত ইসরায়েলের পক্ষ থেকে কোনো জবাব পাওয়া যায়নি।
বাসিন্দা ও প্রতিষ্ঠানসমূহের জরুরি প্রতিক্রিয়া
দাবানলের কারণে নেভে ইলান, শোরেশ, নাটাফ ও ইয়াদ হাশমোনাসহ ১০টি এলাকা খালি করে ফেলা হয়েছে।
জেরুজালেম-তেল আবিব মহাসড়কও বন্ধ করা হয়েছে। চ্যানেল ১২ নিউজ ইতিহাসে প্রথমবার তাদের লাইভ সম্প্রচারের মাঝপথে স্টুডিও খালি করে।
আহত ও হাসপাতালের প্রস্তুতি
এ ঘটনায় ২৬ জন দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি, যার মধ্যে দুইজন গর্ভবতী নারী ও দুই শিশু রয়েছে। আরও ১০ জনকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
হাদাসা মেডিকেল সেন্টার জরুরি রোগী ছাড়া অন্যদের ছাড়তে বলেছে। জটিল রোগীদের ওপরের তলায় স্থানান্তরের প্রস্তুতি চলছে।
আগুন নেভাতে নিয়োজিত ১২ জন দমকলকর্মীও সামান্য আহত হয়েছেন বলে জানা যায়।
আপনার মতামত লিখুন :