রবিবার, ০৪ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মে ৩, ২০২৫, ১২:৪৮ পিএম

রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা প্রস্তুত

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মে ৩, ২০২৫, ১২:৪৮ পিএম

রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা প্রস্তুত

ডোনাল্ড ট্রাম্প (বামে) ও ভ্লাদিমির পুতিন। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র রাশিয়ার বিরুদ্ধে নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞার একটি কঠোর প্যাকেজ চূড়ান্ত করেছে। তবে এখনো তা কার্যকর হয়নি, কারণ অনুমোদনের চূড়ান্ত সিদ্ধান্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে।

তিনজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, প্রস্তাবিত নিষেধাজ্ঞায় লক্ষ্যবস্তু করা হয়েছে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত জ্বালানি কোম্পানি গ্যাজপ্রমসহ ব্যাংক ও প্রাকৃতিক সম্পদ খাতের বড় প্রতিষ্ঠানগুলোকে। 

ইউক্রেন যুদ্ধ বন্ধে মস্কোর ওপর চাপ বাড়ানো এবং ট্রাম্পের শান্তি মধ্যস্থতার উদ্যোগকে শক্তিশালী করাই এ নিষেধাজ্ঞার মূল উদ্দেশ্য।

হোয়াইট হাউসের এক কর্মকর্তা বলেন, ‘জাতীয় নিরাপত্তা কাউন্সিল নিষেধাজ্ঞার প্যাকেজ প্রস্তুত করেছে, তবে অনুমোদনের দায়িত্ব এখন প্রেসিডেন্টের।’ 

এ নিয়ে ট্রাম্প কী সিদ্ধান্ত নেবেন, তা স্পষ্ট নয়। মস্কোর প্রতি তাঁর আগের নরম অবস্থান এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সম্পর্কের রূপ বিবেচনায় বিষয়টি জটিল হয়ে উঠেছে।

তবে সূত্র বলছে, গত সপ্তাহে ট্রাম্প যে যুক্তরাষ্ট্র-ইউক্রেন খনিজ সম্পদ চুক্তিতে স্বাক্ষর করেছেন, সেটি তাঁর অবস্থানে একটি ‘কঠোর মোড়’ নির্দেশ করতে পারে। এই চুক্তিকে তিনি ইউক্রেন শান্তি আলোচনার অংশ হিসেবে প্রচার করেছেন।

সাবেক ন্যাটো দূত কার্ট ভলকার বলেন, ‘ট্রাম্প সর্বোচ্চ কূটনৈতিক সুযোগ দিয়েছেন। কিন্তু পুতিন তা প্রত্যাখ্যান করে চলেছেন। এখন নিষেধাজ্ঞা আরোপই সবচেয়ে যৌক্তিক পদক্ষেপ।’

২০২২ সালে ইউক্রেনে পূর্ণমাত্রায় সামরিক অভিযান শুরুর পর থেকে যুক্তরাষ্ট্র ও মিত্ররা বহু নিষেধাজ্ঞা আরোপ করলেও রাশিয়া বিভিন্ন উপায়ে সেগুলো পাশ কাটিয়ে যাচ্ছে। ফলে নতুন নিষেধাজ্ঞা বাস্তবায়নের জন্য রাজনৈতিক সদিচ্ছা ও বৈশ্বিক সমন্বয় এখন জরুরি হয়ে উঠেছে।

রূপালী বাংলাদেশ

Link copied!