পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে হামলা চালানো কয়েক ঘণ্টা পর বিশ্ববাসীর উদ্দেশ্যে এক লাইনের একটি বার্তা দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে জয়শঙ্কর বলেন, ‘বিশ্বকে সন্ত্রাসবাদের প্রতি জিরো টলারেন্স বা শূন্য সহনশীলতা দেখাতে হবে।’
উল্লেখ্য, মঙ্গলবার (৬ মে) স্থানীয় সময় দিবাগত রাতে পাকিস্তানে হামলা চালায় ভারত। ভারতের এ হামলায় এখন পর্যন্ত ৮ জন নিহতের খবর পাওয়া গেছে। পাকিস্তান এই হামলাকে ‘স্পষ্ট যুদ্ধ ঘোষণার কার্যক্রম’ বলে আখ্যায়িত করেছে।
ভারত বলছে, তারা পাকিস্তানের নয়টি স্থানে আঘাত করেছে, যেগুলো ‘সন্ত্রাসী অবকাঠামো’ হিসেবে চিহ্নিত। গত মাসে ভারতের কাশ্মীর অংশে সংঘটিত একটি প্রাণঘাতী হামলার প্রতিক্রিয়ায় এই হামলা হয়েছে।
এদিকে ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। এর পাশাপাশি কয়েকজন ভারতীয় সেনাকে যুদ্ধবন্দি হিসেবে আটকের দাবিও করেছেন তিনি।