ভারতশাসিত কাশ্মীরের পুলওয়ামায় পাকিস্তানি হামলায় একটি বিমান অথবা বড় ড্রোন ভূপাতিত হয়েছে। পাম্পোর শহরের কাছ থেকে দেশটির সেনাবাহিনী বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ সরিয়ে নিচ্ছে।
মঙ্গলবার (৬ মে) মধ্যরাতে ভারত পাকিস্তানে হামলা করে। পাকিস্তানের পাল্টা হামলায় ভূপাতিত হয় ভারতীয় একটি বিমান।
বিবিসির সংবাদদাতা রিয়াজ মাসরুর জানান, জেট বিমানের বিকট শব্দের মধ্যেই একটা বিস্ফোরণ শুনতে পান এখানকার বাসিন্দারা। তারা বাড়ির বাইরে বেরিয়ে এসে দেখেন কিছু একটা জ্বলছে। যেটি ভেঙে পড়েছে, তা বিমান না কোনো ড্রোন, তা এখনো স্পষ্ট নয়। সরকারিভাবে এখনো কিছুই জানানো হয়নি।
যে জায়গায় ওই বিমান অথবা ড্রোনটি ভেঙে পড়েছে, তার কাছাকাছি কাউকে যেতে দিচ্ছে না সেনাবাহিনী। ধ্বংসাবশেষ বুলডোজারে করে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।
পাকিস্তান প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেন, মিগ-২৯-সহ ভারতের ৫টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে পাকিস্তান।
তিনি আরও বলেন, পাকিস্তানি সেনাবাহিনী কয়েক জন ভারতীয় সেনাকেও যুদ্ধবন্দি হিসেবে আটক করেছে।
পাকিস্তানের এ দাবির ব্যাপারে বা অভিযানে ভারতের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না, এসব বিষয়ে কোনো মন্তব্য করেনি ভারত।
তবে দিল্লিতে পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি এবং সেনাবাহিনীর তরফে দু’জন প্রতিনিধি একটি যৌথ সাংবাদিক সম্মেলনে করেন।
তারা জানান, ‘কোল্যাটারাল ড্যামেজ’ বা পারিপার্শ্বিক ক্ষয়ক্ষতি যতটা কম রেখে শুধু ‘সন্ত্রাসবাদী’ ঘাঁটি ও বিভিন্ন প্রশিক্ষণ শিবিরেই এ হামলা চালানো হয়েছে। যেটাকে তারা ‘প্রিসিশন স্ট্রাইক’ বলে বর্ণনা করেন।