ভারতের হামলায় পাকিস্তানে ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এর মধ্যে দেশটির বাহাওয়ালপুরের ‘সুবহান আল্লাহ’ নামে এক মসজিদেই নিহত হয়েছেন ১৪ জন।
মসজিদে নিহতরা হলেন- মাওলানা মাসুদ আজহারের পরিবারের ১০ সদস্য ও তার ৪ জন ঘনিষ্ঠ সহযোগী।
পাকিস্তানভিত্তিক জয়শ-ই-মুহাম্মদের (জেইএম) পক্ষ থেকে দেওয়া এক বিবৃতির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি।
বুধবার (৭ মে) বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নিহত ব্যক্তিদের মধ্যে মাসুদ আজহারের বড় বোন, বড় বোনের স্বামী, ভাতিজা ও ভাতিজার স্ত্রী, ভাতিজি এবং পরিবারের পাঁচ শিশুও রয়েছেন।
এ বিষয়ে ভারত বা পাকিস্তান এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি বলে জানিয়েছে রয়টার্স।
হামলায় মাসুদ আজহরের তিন ঘনিষ্ঠ সহযোগী এবং তাঁদের একজনের মা নিহত হয়েছেন।
মঙ্গলবার মধ্যরাতের পর পাকিস্তানের কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। পাকিস্তানের নয়টি ‘সন্ত্রাসবাদী অবকাঠামো’তে হামলা চালানোর দাবি করেছে তারা।
তবে ইসলামাবাদ জানিয়েছে, পাকিস্তানের ছয়টি স্থানে হামলা হয়েছে। সেগুলোর কোনোটি ‘জঙ্গি শিবির’ ছিল না।
ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় ২০১৯ সালের ফেব্রুয়ারিতে এক হামলায় ৪০ জন সিআরপিএফ জওয়ান নিহত হন।
ওই ঘটনায় হওয়া মামলার অভিযোগপত্রে ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) দাবি করে, জয়শ-ই-মুহাম্মদের প্রধান মাসুদ আজহার ও তাঁর ভাই আবদুর রউফ আসগর হামলা চালান।