ঢাকা বৃহস্পতিবার, ০৮ মে, ২০২৫

পাক-ভারতে বন্ধ বহু শিক্ষাপ্রতিষ্ঠান, ফাঁকা রাস্তাঘাট

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: মে ৭, ২০২৫, ০৬:৫০ পিএম
ভারতের পাঞ্জাবে সীমান্তবর্তী এলাকায় স্কুল বন্ধ ঘোষণার পর শিশুরা বাড়ি ফিরছে। ছবি: সংগৃহীত

কাশ্মীর হামলা নিয়ে তৈরি হওয়া তীব্র উত্তেজনার মধ্যে পাকিস্তানের কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। পাকিস্তানের দাবি, এ হামলায় অন্তত ২৬ জন নিহত এবং ৪৫ জন আহত হয়েছে। পাল্টা জবাবে ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করার কথাও জানিয়েছে ইসলামাবাদ।

এই পরিস্থিতিতে উভয় দেশের সীমান্তবর্তী এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ ও রাজধানী ইসলামাবাদে সব স্কুল ও কলেজ বন্ধ করে দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ বলছে, ভারতের সম্ভাব্য আরেকটি হামলার জবাব দেওয়ার প্রস্তুতির অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অন্যদিকে, ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের জম্মু, সাম্বা, কাঠুয়া, রাজৌরি ও পুঞ্চ অঞ্চলের সব স্কুল, কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠান বুধবার (৭ মে) বন্ধ রাখার ঘোষণা দিয়েছে স্থানীয় প্রশাসন।

এতে করে আতঙ্কে ঘরের ভেতর প্রবেশ করেছে এসব এলাকার মানুষ। জনমানব শূন্য হয়ে পড়েছে রাস্তাঘাট। 

ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, পাকিস্তান কাশ্মীরের ভিম্বার গলি এলাকায় কামান থেকে গোলাবর্ষণ করেছে। স্থানীয় বাসিন্দারা বিস্ফোরণের শব্দ শুনেছেন বলেও জানিয়েছেন বিবিসির কাছে।

চলমান উত্তেজনার সূত্রপাত ২২ এপ্রিল পেহেলগামে এক বন্দুকধারীর হামলায় ২৬ জন পর্যটক নিহত হওয়ার ঘটনার পর থেকে। ভারত-পাকিস্তান উভয় দেশই পারমাণবিক অস্ত্রধারী হওয়ায় এই সংঘর্ষ আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে।

ভারত সরকার জানিয়েছে, তাদের সামরিক বাহিনী ‘অপারেশন সিঁদুর’ নামে একটি অভিযান পরিচালনা করেছে। তবে ভারত দাবি করেছে, এই অভিযানে পাকিস্তানের সামরিক স্থাপনাই লক্ষ্য ছিল, বেসামরিক কোনো লক্ষ্যবস্তু নয়। অন্যদিকে, পাকিস্তান বলছে, ভারত বেসামরিক এলাকাগুলোতে হামলা চালিয়েছে।