শুক্রবার, ০৯ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মে ৯, ২০২৫, ০২:২৩ এএম

পাল্টা আঘাত হেনে পাকিস্তানকে জবাব দিল ভারত

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মে ৯, ২০২৫, ০২:২৩ এএম

পাল্টা আঘাত হেনে পাকিস্তানকে জবাব দিল ভারত

লাহোরে পাল্টা আঘাত হেনে পাকিস্তানকে জবাব দিয়েছে ভারত। প্রতিবেশি দুই দেশের ছোড়া ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় উত্তপ্ত হয়ে উঠেছে উপমহাদেশের পারমাণবিক শক্তিধর দেশদুটির সম্পর্ক। 

বৃহস্পতিবার (৮ মে) রাতে পাকিস্তান থেকে ভারতের জম্মু বিমানবন্দরের দিকে অন্তত আটটি ক্ষেপণাস্ত্র ও তিনটি ড্রোন ছোড়া হয় বলে দাবি করে ভারত।

তবে এগুলোর বেশির ভাগই ভারতীয় এস-৪০০ প্রতিরক্ষা ব্যবস্থায় প্রতিহত করা হয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

পাকিস্তানের এ হামলার প্রতিক্রিয়ায় ভারতীয় বাহিনী লাহোরে পাল্টা হামলা চালিয়েছে বলে দেশটির গণমাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা গেছে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের ছোড়া একটি ড্রোন জম্মু বিমানবন্দরেও আঘাত হানে। এছাড়া রাজস্থানের জয়সালমের ও পাঞ্জাবের পাঠানকোটে ছোড়া ড্রোন প্রতিহত করা হয়েছে।

এর একদিন আগেই ভারত ‘অপারেশন সিঁন্দুর’-এর মাধ্যমে পাকিস্তানের সন্ত্রাসী ঘাঁটিগুলোর ওপর হামলা চালায়। ভারতের সূত্রমতে, ওই অভিযানে প্রায় ১০০ ‘সন্ত্রাসী’ নিহত হয়।

এদিকে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর মার্কিন পররাষ্ট্রসচিব মার্কো রুবিওর সঙ্গে ফোনে কথা বলেন এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের পাশে থাকার জন্য যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানান।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, পাকিস্তান ৭ মে ভারতের একাধিক সামরিক লক্ষ্যবস্তুতে হামলার চেষ্টা চালায়— যার মধ্যে রয়েছে আওয়ান্তিপুরা, শ্রীনগর, জম্মু, পাঠানকোট, অমৃতসর, চণ্ডীগড়সহ আরও কিছু শহর।

তবে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে দাবি করেছেন, পাকিস্তান এসব হামলার সঙ্গে জড়িত নয়। তিনি বলেন, ‘আমরা তাদের সব অভিযোগ অস্বীকার করছি। এখন পর্যন্ত আমরা কিছুই করিনি। যখন করব, সবাই জানবে। আমরা হামলা করলে সেটা অস্বীকার করব না।’

প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, জম্মু, পাঠানকোট ও উদমপুরের সামরিক ঘাঁটি লক্ষ্য করে পাকিস্তানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। তবে ভারতীয় সশস্ত্র বাহিনী তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এই হুমকি প্রতিহত করেছে ‘কাইনেটিক’ ও ‘নন-কাইনেটিক’ ক্ষমতা ব্যবহার করে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সরকার জানিয়েছে, ভারত নিজের সার্বভৌমত্ব রক্ষায় ও জনগণের নিরাপত্তায় সম্পূর্ণ প্রস্তুত।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের সরগোধা বিমানঘাঁটি থেকে ওড়ার কিছুক্ষণ পর পাকিস্তানের একটি এফ-১৬ সুপারসনিক যুদ্ধবিমানকে ভূপাতিত করে ভারতীয় বাহিনী। এতে ব্যবহৃত হয় ভারতের সারফেস-টু-এয়ার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা।

পাঞ্জাবের পাঠানকোট, যা আন্তর্জাতিক সীমান্ত থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরে, সেখানে ভারী গোলাবর্ষণ চালিয়েছে পাকিস্তান। এই শহরটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এবং জম্মুর প্রবেশদ্বার হিসেবে কাজ করে।

জম্মু ও কাশ্মীরের সীমান্তবর্তী এলাকাগুলো পুরোপুরি অন্ধকারে ঢেকে গেছে। পাঞ্জাবের চণ্ডীগড়, ফিরোজপুর, মোহালি ও গুরুদাসপুর এবং রাজস্থানের কিছু অংশেও ব্ল্যাকআউট ঘোষণা করা হয়েছে।

হিমাচল প্রদেশের ধর্মশালায় পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের মধ্যকার আইপিএল ম্যাচ চলাকালীন নিরাপত্তার কারণে খেলা বন্ধ করে দেওয়া হয়। খালি করে দেওয়া হয় এইচপিসিএ স্টেডিয়াম এবং নিভিয়ে দেওয়া হয় স্টেডিয়ামের সব আলো।

পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে ফোনে কথা বলেছেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার ওপর গুরুত্ব দিয়েছেন মার্কো রুবিও। ভারত ও পাকিস্তানের মধ্যে সরাসরি সংলাপ এবং যোগাযোগ অব্যাহত রাখার পক্ষে মত দিয়েছেন তিনি।’

Link copied!