বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম জানিয়েছেন, আমাদের লক্ষ্য ‘চূড়ান্ত বিপ্লব’, ইনশাআল্লাহ।
বৃহস্পতিবার (৮ মে) দিবাগত রাতে ফেসবুকে দেওয়া এক পোস্ট তিনি এমন মন্তব্য করেন।
নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে শিবির সভাপতি আরও লেখেন, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নিকট জুলাইকে হেরে যেতে দিবো না। শহীদের রক্তের কাছে আমাদের দায় আছে।
প্রসঙ্গত, জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের বিচার নিশ্চিত ও দলটিকে নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালন করছে ছাত্র-জনতা। বৃহস্পতিবার রাত ১০টা থেকে এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহর নেতৃত্বে এ কর্মসূচি শুরু হয়।
রাত ১০টায় যমুনার সামনে উপস্থিত হন হাসনাত আব্দুল্লাহ। এরপর থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে মিছিল নিয়ে সেখানে জড়ো হন আন্দোলনকারীরা।
আপনার মতামত লিখুন :