গাজা উপত্যকায় ইসরায়েলের অব্যাহত সামরিক আগ্রাসনে নিহতের সংখ্যা বেড়েই চলছে। গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় আরও ১০৬ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। একই সময় আহত হয়েছেন ৩৬৭ জনের বেশি মানুষ।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে বৃহস্পতিবার (৮ মে) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়। এতে বলা হয়, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলের সামরিক অভিযানে এ পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৫২ হাজার ৭৬০ জনে। আহত হয়েছেন ১ লাখ ১৯ হাজার ২৬৪ জনের বেশি।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও জানানো হয়, বহু মানুষ এখনো ধসে পড়া ভবনের নিচে আটকে আছেন কিংবা রাস্তায় পড়ে আছেন, যাদের কাছে উদ্ধারকারী দল পৌঁছাতে পারছে না।
চলতি বছরের ১৮ মার্চ থেকে ইসরায়েল নতুন করে গাজায় বিমান হামলা শুরু করে। এরপর থেকে এই স্বল্প সময়েই নিহত হয়েছেন ২ হাজার ৬৫০ জনেরও বেশি ফিলিস্তিনি। আহত হয়েছেন প্রায় ৭ হাজার ২০০ জন।
এর আগে ১৫ মাসের রক্তক্ষয়ী অভিযানের পর আন্তর্জাতিক চাপের মুখে ১৯ জানুয়ারি ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হয়। দুই মাসের মতো শান্তিপূর্ণ সময় কাটলেও, মার্চ মাসের তৃতীয় সপ্তাহে হামাসের সঙ্গে মতবিরোধকে কেন্দ্র করে আবারও নতুন করে আগ্রাসন শুরু করে ইসরায়েল।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, চলমান সংঘাতে গাজার প্রায় ৮৫ শতাংশ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। বিধ্বস্ত হয়েছে হাসপাতাল, স্কুল, পানির লাইন, বিদ্যুৎ কেন্দ্রসহ প্রায় সকল অবকাঠামো। মানবিক পরিস্থিতি চরম সংকটে পৌঁছেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংস্থাগুলো।
এই বর্বর আগ্রাসনের জবাবে আন্তর্জাতিক অপরাধ আদালত ইতোমধ্যেই যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী ও সাবেক প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। এছাড়া, আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলার শুনানিও চলমান রয়েছে।
        
                            
                                    

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
                                    
                                    
                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                            
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন