রাজস্থানের জেসেলমের এলাকায় পাকিস্তানি এক পাইলট আটক করার দাবি করেছে ভারত। তবে ইসলামাবাদ এ দাবিকে পুরোপুরি অস্বীকার করে বলেছে, দিল্লিকে এই অভিযোগের পক্ষে নির্ভরযোগ্য প্রমাণ হাজির করতে হবে।
বৃহস্পতিবার (৮ মে) ভারতের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি আকাশে সংঘর্ষের সময় পাকিস্তানের একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। ওই বিমান থেকে বের হয়ে আসেন এক পাইলট, যিনি পরে রাজস্থানের জেসেলমের এলাকায় এসে পড়েন।
এরপর তাকে সীমান্তরক্ষী বাহিনী আটক করে বলে দাবি করেছে নয়াদিল্লি। একইসঙ্গে, পাকিস্তানের দুটি যুদ্ধবিমান ধ্বংস করার কথাও বলেছে ভারত।
তবে এসব দাবিকে ভিত্তিহীন ও কল্পনাপ্রসূত বলে অভিহিত করেছে পাকিস্তান। দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার স্পষ্টভাবে বলেন, ‘ভারতের পক্ষ থেকে পাইলট আটক ও যুদ্ধবিমান ধ্বংসের যে দাবি তোলা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা এবং আমি একে শতভাগ প্রত্যাখ্যান করছি।’
তিনি আরও বলেন, ‘যদি ভারতের কাছে এমন কোনো প্রমাণ থেকে থাকে, তাহলে তা অবিলম্বে প্রকাশ করা উচিত। কেবল কথার ভিত্তিতে এমন গুরুত্বপূর্ণ দাবি মানা যায় না।’
পাকিস্তানের একটি জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠানে অংশ নিয়ে আতাউল্লাহ তারার বলেন, ‘ভারত তাদের ব্যর্থতা ঢাকতে এবং মনস্তাত্ত্বিক প্রভাব সৃষ্টি করতে মিডিয়ার মাধ্যমে মিথ্যা প্রচার চালাচ্ছে।’
তিনি এক সামাজিক মাধ্যমে দেওয়া বার্তায় বলেন, ‘ভারতের দাবি, যে তারা আমাদের এফ-১৬ ও জেএফ-১৭ যুদ্ধবিমান ভূপাতিত করেছে। এ বক্তব্য নিছকই কল্পনাপ্রসূত ও হতাশাজনক প্রচার।’
তিনি দাবি করেন, সাম্প্রতিক হারোপ ড্রোন হামলায় ব্যর্থ হওয়ার পর ভারত আতঙ্কিত হয়ে পড়েছে এবং সে কারণেই তারা রাজস্থান, পাঠানকোট বা অধিকৃত কাশ্মীর এলাকায় কল্পিত হামলার গল্প সাজাচ্ছে।
এদিকে পাকিস্তানের নিরাপত্তা সূত্র জানিয়েছে, ভারত ইচ্ছাকৃতভাবে মিথ্যা তথ্য ছড়িয়ে ভবিষ্যৎ কোনো আগ্রাসনের জন্য বৈধতা তৈরি করতে চাইছে। তবে সূত্রটি এটাও জানিয়েছে যে, পাকিস্তানের সশস্ত্র বাহিনী যেকোনো ধরণের আগ্রাসন রুখে দিতে সম্পূর্ণ প্রস্তুত।
আপনার মতামত লিখুন :