ঢাকা মঙ্গলবার, ১৩ মে, ২০২৫

‘ভাগ্যবান হলে’ দিনে একবেলা খাবার পাচ্ছে গাজার মানুষ 

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: মে ১২, ২০২৫, ০৭:৪১ পিএম
মানবসৃষ্ট দুর্ভিক্ষে ক্ষুধায় মরছে গাজার মানুষ ছবি- আলজাজিরা

ইসরায়েলি সামরিক বাহিনী এখনও গাজা উপত্যকায় সাহায্য পৌঁছাতে বাধা দিচ্ছে। প্রতিদিন বেসামরিক নাগরিকদের বেঁচে থাকার জন্য কঠোর ও বিপজ্জনক কৌশল অবলম্বন করতে হয়।

এসবের মধ্যে কেবল ভাগ্যবান হলেই একবেলা খাবার খাওয়া জুটছে তাদের ভাগ্যে।

গাজায় সাহায্য প্রবেশের জন্য আন্তর্জাতিক সংস্থাগুলির বারবার আবেদন সত্ত্বেও সেখানে কোনো খাদ্য বা সহায়তা পৌঁছতে দিচ্ছে না দখলদার ইসরায়েলি বাহিনী। মানবিক পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ রূপ ধারণ করেছে অবরূদ্ধ উপত্যকাটিতে।

অপুষ্টির হার মারাত্মক খারাপ পর্যায়ে রয়েছে সেখানে। বিশেষ করে শিশু এবং গর্ভবতী মহিলাসহ অসুস্থ্য-দুর্বল গোষ্ঠীগুলির মধ্যে বাড়ছে রোগ সংক্রমণ ও পুষ্টিহীনতায় মৃত্যুর ঝুঁকি।

ধারণা করা হচ্ছে, ৭০,০০০ এরও বেশি ফিলিস্তিনি শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে এবং এই সংকট ক্রমশ বাড়ছে।


এরই মধ্যে অনেক সাহায্য সংস্থা তাদের মজুদ শেষ হয়ে যাওয়ার কারণে খাদ্য সহায়তা বিতরণ স্থগিত করেছে।