গাজায় যুদ্ধ চলাকালীন কর্মকাণ্ড নিয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) বিচারিক এখতিয়ার চ্যালেঞ্জ করে প্রধানমন্ত্রী বেন ইয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার করতে আইসিসিকে অনুরোধ করেছে ইসরায়েল।
ইসরায়েলের উপ-অ্যাটর্নি জেনারেল গিলাদ নোয়াম স্বাক্ষরিত নথি অনুযায়ী, ইসরায়েল আইসিসিকে অনুরোধ করেছে যেন তারা ফিলিস্তিনি ভূখণ্ডে সংঘটিত নৃশংস অপরাধের তদন্ত আপাতত স্থগিত রাখে। খবর আল-জাজিরার।
গত বছরের ২১ নভেম্বর আইসিসি গাজা সংঘাতে মানবতার বিরুদ্ধে অপরাধ এবং যুদ্ধাপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু, তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী এবং হামাস নেতা ইব্রাহিম আল-মাসরি (অর্থাৎ মোহাম্মদ দেইফ)-এর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
তবে চলতি বছরের ফেব্রুয়ারিতে আইসিসি জানায়, মোহাম্মদ দেইফের মৃত্যুর বিশ্বাসযোগ্য প্রতিবেদন পাওয়ার পর তার বিরুদ্ধে পরোয়ানাটি প্রত্যাহার করা হয়েছে।