ঢাকা সোমবার, ১২ মে, ২০২৫

চেনাবের পানি ছাড়ল ভারত, বন্যা সতর্কতায় পাকিস্তান 

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: মে ১২, ২০২৫, ০১:১৯ পিএম
চেনাব নদীর বাগলিহার ও সালাল বাঁধের একাধিক গেট খুলে দিয়েছে ভারত। ছবি- সংগৃহীত

যুদ্ধবিরতি ঘোষণা আসার পর ভারতের পক্ষ থেকে চেনাব নদীর বাগলিহার ও সালাল বাঁধের একাধিক গেট খুলে দেওয়া হয়েছে। এতে নদীটির পানি প্রবাহ পাকিস্তানের দিকে ধাবিত হচ্ছে।

পেহেলগামে সাম্প্রতিক হামলার পর ভারতের নেওয়া কড়া পদক্ষেপগুলোর মধ্যে অন্যতম ছিল পাকিস্তানে পানি সরবরাহ বন্ধ করে দেওয়া এবং দেশটির নাগরিকদের ভারত ছাড়ার নির্দেশ দেয়া। 

সে সময় ভারত সাময়িকভাবে সিন্ধু নদী চুক্তি স্থগিত করে এবং চেনাব নদীর  পানিপ্রবাহ আটকে দেয়। ফলে নদীটির পানিপ্রবাহ কমে গিয়ে পাকিস্তানে চেনাবের নিচু এলাকা শুকিয়ে যায়। ডনের এক প্রতিবেদনে এমনই তথ্য উঠে এসেছে।

তবে জম্মু-কাশ্মীরে টানা বৃষ্টিতে বাগলিহার ও সালাল বাঁধে পানি দ্রুত বেড়ে যাওয়ায় ভারত বাধ্য হয় সেগুলোর গেট খুলে দিতে।

বিশেষজ্ঞদের মতে, সময়মতো পানি না ছাড়লে বাঁধে অতিরিক্ত চাপ পড়ে বড় ধরনের বিপর্যয় ঘটতে পারত।

সরকারিভাবে গেট খোলার কোনো ব্যাখ্যা না এলেও, এ পদক্ষেপে চেনাব নদীতে আবারও পানির প্রবাহ শুরু হয়েছে। এতে একদিকে যেমন শুকিয়ে যাওয়া এলাকাগুলো প্রাণ ফিরে পেয়েছে, অন্যদিকে নদীর নিচু অঞ্চলগুলোতে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।

এমন পরিস্থিতিতে পাকিস্তানি প্রশাসন কিছু এলাকায় আগাম বন্যা সতর্কতা জারি করেছে।