ভারতের প্রধান বিরোধী নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে ‘ধর্ম অবমাননার’ অভিযোগে মামলা হয়েছে।
উত্তরপ্রদেশের বারাণসীর একটি আদালতে দায়ের করা এ মামলায় অভিযোগ করা হয়েছে, রাহুল যুক্তরাষ্ট্র সফরে প্রভু রামকে ‘কাল্পনিক’ বলে মন্তব্য করে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন।
মামলার পটভূমি: কী অভিযোগ?
অভিযোগকারী হরিশঙ্কর পাণ্ডার দাবি, ২১ এপ্রিল যুক্তরাষ্ট্রের বোস্টনের ব্রাউন বিশ্ববিদ্যালয়ে এক বক্তব্যে প্রভু রামকে ‘পৌরাণিক ও কাল্পনিক’ চরিত্র হিসেবে উল্লেখ করেন রাহুল। তিনি বলেন, এই মন্তব্যে ধর্মীয় অনুভূতিতে চরম আঘাত এসেছে।
মামলার বিবরণ:
আদালত: বারাণসী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের এমপি-এমএলএ আদালত (শুধু সংসদ সদস্য ও বিধায়কদের মামলার বিচার হয় এখানে)
ধারা: ভারতীয় নতুন ফৌজদারি সংহিতা (BNS)-এর ১৯৬, ৩৫১ ও ৩৫৩ ধারায় অভিযোগ
আসামি: রাহুল গান্ধী এবং কংগ্রেসের বারাণসী জেলা সভাপতি অজয় রায়সহ পুরো কংগ্রেস দল
শুনানি শুরু: ১৯ মে থেকে
নোটিশ পাঠানো হয়েছে: রাহুল গান্ধী ও অজয় রায়ের ঠিকানায়
কংগ্রেসের প্রতিক্রিয়া এখনো জানা যায়নি, তবে এটি এমন এক সময়ে এলো যখন ভারতে জাতীয় নির্বাচন ঘনিয়ে আসছে এবং ধর্মীয় ও রাজনৈতিক উত্তেজনা বাড়ছে।
আপনার মতামত লিখুন :