ঢাকা শুক্রবার, ১৬ মে, ২০২৫

যুদ্ধবিরতির মাঝেই প্রতিরক্ষা খাতে বাজেট বাড়াচ্ছে ভারত 

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: মে ১৬, ২০২৫, ০২:২৩ পিএম
একজন ভারতীয় সেনা, সেনাবাহিনীর যানবাহনের ওপর দাঁড়িয়ে। ছবি: সংগৃহীত

ভারত সরকার প্রতিরক্ষা খাতে আরও ৫০ হাজার কোটি রুপি বরাদ্দ বাড়াতে পারে। 

শুক্রবার (১৬ মে) সকালে এক সরকারি সূত্র এই তথ্য জানিয়েছে। এই বাজেট বাড়ানোর কারণ বলা হয়েছে ‘অপারেশন সিঁদুর’ নামের একটি সামরিক পরিকল্পনা। 

সূত্র জানায়, এই বাড়তি টাকা যোগ হলে পুরো প্রতিরক্ষা বাজেট দাঁড়াবে প্রায় সাত লাখ কোটি রুপিরও বেশি।

এর আগে চলতি বছরের ১ ফেব্রুয়ারি ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন যে বাজেট পেশ করেন, তাতে প্রতিরক্ষা খাতে ৬ দশমিক ৮১ লাখ কোটি রুপি বরাদ্দ ছিল। আগের বছরের তুলনায় তা ছিল ৯ শতাংশ বেশি।

সূত্রের মতে, এই বাড়তি টাকা ব্যবহার করা হবে গবেষণা, অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য প্রয়োজনীয় সামরিক সরঞ্জাম কেনার জন্য।

২০১৪ সালে নরেন্দ্র মোদি সরকার ক্ষমতায় আসার পর থেকেই প্রতিরক্ষা খাতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। তখন বাজেট ছিল ২ দশমিক ২৯ লাখ কোটি টাকা। এখন সেই বাজেট বেড়ে প্রায় তিনগুণ হয়ে গেছে।

বর্তমানে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাদ্দই সবচেয়ে বড়, যা দেশের মোট বাজেটের ১৩ শতাংশ।

এই বাড়তি বাজেট অনুমান করা হচ্ছে ভারত-পাকিস্তানের সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে। গত ৭ মে শুরু হওয়া ওই সংঘাতে ভারত পাকিস্তানের আজাদ কাশ্মীর এলাকায় বিমান হামলা চালায়। এতে অন্তত ৩১ জন বেসামরিক মানুষ নিহত হয়।

পাল্টা জবাবে পাকিস্তান ভারতের পাঁচটি যুদ্ধবিমান গুলি করে নামায়, যার মধ্যে তিনটি ছিল রাফায়েল। আরও অনেক ড্রোনও ধ্বংস করা হয়। এই সংঘাতে ভারতের ১১ জন সেনা ও ৪০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে জানায় স্থানীয় সংবাদমাধ্যম।

এই সময়ই যুদ্ধবিরতির ঘোষণা আসে। কিন্তু একই সময়ে ভারত বাড়তি প্রতিরক্ষা বাজেট ঘোষণা করায়, নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।