ঢাকা শনিবার, ১৭ মে, ২০২৫

ভারতীয় আগ্রাসনে নিহতদের শ্রদ্ধা জানালেন পাক প্রধানমন্ত্রী

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: মে ১৬, ২০২৫, ০৬:৫৬ পিএম
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি- সংগৃহীত

ভারতীয় আগ্রাসনে নিহত বেসামরিক নাগরিক ও সামরিক বাহিনীর সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ইয়ুম-ই-তাশাক্কুর (কৃতজ্ঞতা দিবস) উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে তিনি এই সম্মান জানান।

প্রধানমন্ত্রী শাহবাজ বলেন, ‘ভারতীয় উস্কানির বিরুদ্ধে অসাধারণ সাফল্যের জন্য সর্বশক্তিমান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানাতে আজকের দিনটি পালন করা হচ্ছে।’ 

পাকিস্তানের জনপ্রিয় সংবাদমাধ্যম জিও নিউজ এই তথ্য জানিয়েছে।

তিনি ৬-৭ মে রাতে ভারতীয় বাহিনীর হামলার প্রসঙ্গ উল্লেখ করে বলেন, ‘ভারত কাপুরুষোচিত হামলা চালিয়ে নিরীহ বেসামরিক নাগরিকদের হত্যা করেছে, যা আমাদের কঠোর জবাব দিতে বাধ্য করেছে।’

শাহবাজ শরীফ বলেন, ‘যে রাফাল জেট নিয়ে ভারত গর্ব করত, তা আমাদের শাহীনের (মিসাইল) আঘাতে ছাঁই হয়ে গেছে।’ 

পাকিস্তানের সশস্ত্র বাহিনীর পেশাদারিত্ব ও সাহসিকতার প্রশংসা করে তিনি বলেন, ‘শত্রুকে তারই ভাষায় জবাব দেওয়া হয়েছে। তাদের বিমানঘাঁটি ও অস্ত্রের মজুদ মুহূর্তেই ধ্বংস করা হয়েছে।’

এসময় পাক-প্রধানমন্ত্রী দেশের সীমান্ত সুরক্ষায় সশস্ত্র বাহিনীর ভূমিকাও তুলে ধরেন।

সেনাপ্রধান জেনারেল সৈয়দ আসিম মুনির, বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবর সিদ্দু এবং নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফের নেতৃত্বের প্রশংসা করেন তিনি।