ঢাকা শুক্রবার, ১৬ মে, ২০২৫

রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা কি ফলপ্রসূ হবে?

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: মে ১৬, ২০২৫, ০২:৪১ পিএম
তুরস্কে ইউক্রেনের সঙ্গে পুতিন শান্তি আলোচনায় অংশ না নেওয়ায় হতাশ ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। ছবি- ইন্টারনেট

ইস্তাম্বুলে অনুষ্ঠিত হতে চলা রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি আলোচনায় অংশ নিচ্ছেন না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। 

ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয়েছে, পুতিন বৈঠকে উপস্থিত থাকবেন না। তার এই সিদ্ধান্তের প্রতিবাদেই আলোচনায় অংশ না নেওয়ার কথা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিও।

ফলে এটি শীর্ষবৈঠক না হয়ে, শুক্রবার (১৫ মে) দুই দেশের অধস্তন স্তরের কর্মকর্তাদের মধ্যে বৈঠকে সীমাবদ্ধ থাকবে বলে জানা গেছে।

শান্তি বৈঠক সফল হবে?

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তার সঙ্গে পুতিনের সাক্ষাৎ হওয়ার আগে এই শান্তি বৈঠক সফল হবে না। ২০২২ সালে যুদ্ধ শুরুর পর এই প্রথমবার দুই দেশের মধ্যে শান্তি প্রক্রিয়া নিয়ে আনুষ্ঠানিক আলোচনা হতে যাচ্ছে।

পুতিন বৈঠকে না থাকায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন জেলেনস্কি। তিনি বলেন, ‘পুতিনের অনুপস্থিতি অসম্মানজনক। এই অসম্মান তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইয়েপ এর্দোয়ান এবং ডোনাল্ড ট্রাম্পকেও করা হলো।’ 

তার মতে, শান্তি প্রক্রিয়া এড়িয়ে যাওয়ার মূল্য দিতে হবে পুতিনকে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার হুঁশিয়ারি দিয়েছেন, শান্তি প্রক্রিয়া এড়িয়ে যাওয়ার জন্য রাশিয়াকে মূল্য দিতে হতে পারে।

তুরস্ক ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা থাকবেন

তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জার্মান সংবাদমাধ্যম ডিপিএ-কে জানিয়েছে, বৈঠকে তুরস্কের পক্ষ থেকেও প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। রাশিয়া, ইউক্রেন এবং তুরস্কের মধ্যে একটি ত্রিপাক্ষিক বৈঠক হবে বলেও জানায় সংবাদমাধ্যমটি। 

এর পাশাপাশি, আমেরিকা, ইউক্রেন এবং তুরস্কের মধ্যেও একটি পৃথক ত্রিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে।

অ্যামেরিকার প্রতিনিধিদলেরনেতৃত্ব দেবেন তাদের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। যদিও তিনি জানিয়েছেন, এই বৈঠক নিয়ে খুব একটা আশাবাদী নন তিনি।

রাশিয়ার প্রেসিডেন্টের উপদেষ্টা ভ্লাদিমির মেডিনস্কি জানিয়েছেন, শুক্রবার স্থানীয় সময় সকাল ১০টায় তারা বৈঠকে অংশ নেবেন এবং ইউক্রেনের প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন বলে আশা করছেন। পূর্বনির্ধারিত শর্ত বাদ রেখেই তারা আলোচনায় বসতে আগ্রহী।

ইউক্রেন ও রাশিয়ার মধ্যে শান্তি প্রক্রিয়া নিয়ে এখনো জোর দরকষাকষি চলছে। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এরই মধ্যে সহস্রাধিক মানুষ প্রাণ হারিয়েছেন এবং ইউক্রেনের প্রায় এক-পঞ্চমাংশ রাশিয়ার দখলে চলে গেছে।

 

সূত্র: ডি ডব্লিউ