মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর শেষ হতেই ‘ড্রোন নীতিমাল’ প্রণয়ন করল সংযুক্ত আরব আমিরাত। এটিই বিশ্বের প্রথম ‘ড্রোন নীতিমালা’। শনিবার (১৭ মে) দেশটির সাইবার সিকিউরিটি কাউন্সিল এই নীতিমালা প্রকাশ করেছে।
সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ জানিয়েছে, কৃষিকাজ, প্রাকৃতিক নজরদারি, সরবরাহ কাজে ক্রমবর্ধমান ড্রোন ব্যবহারের কারণে আকাশসীমা, অবকাঠামো এবং তথ্য সুরক্ষার সম্ভাব্য সাইবার হুমকিগুলোকে মোকাবেলা করার জন্য ব্যবহারবিধি ও সংকেত স্থাপন অপরিহার্য হয়ে পড়েছে।
নীতিমালাটি রিচ গ্রুপের ডিজিটাল রিচ ও সাইবার সিকিউরিটি কাউন্সিল কৌশলগতভাবে সমন্বয়ে অংশ নেয়। এই কাছে সাইবার সিকিউরিটি কোম্পানি শিল্ডওয়ার্কজ ও ইন্টারনেট অফ থিংস (আইওটি) ড্রোনগুলোকে সুরক্ষিত করার প্রযুক্তি উন্নয়নে সহযোগিতা করেছে।
সংযুক্ত আরব আমিরাতের সরকারি সাইবার সিকিউরিটি কাউন্সিলের চেয়ারম্যান ড. মোহাম্মদ আল কুয়েতি বলেন, এই গুরুত্বপূর্ণ জাতীয় নির্দেশিকাগুলো ডিজিটাল স্থান রক্ষার জন্য দেশের নেতৃত্ব এবং সক্রিয় দৃষ্টিভঙ্গির প্রতিফলন ঘটায়।
রিচ গ্রুপের সিইও মালেক মেলহেম বলেছেন, ‘গ্রুপটি সংযুক্ত আরব আমিরাতের ডিজিটাল ও সাইবার অবকাঠামো শক্তিশালী করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।’
রিচ গ্রুপের গ্রোথ অ্যান্ড কর্পোরেট ট্রান্সফর্মেশনের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ খালেদ বলেন, ‘এই উদ্যোগটি ড্রোনের ক্ষেত্রে নিরাপদ উদ্ভাবনকে সমর্থন করে। জাতীয় আকাশসীমা ও অবকাঠামোকে হুমকির মুখে ফেলতে পারে এমন ক্রমবর্ধমান সাইবার ঝুঁকি মোকাবেলা করে।’