জাপানের প্রায় ৮১ শতাংশ মানুষ দ্বিতীয় মেয়াদে নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে ‘অস্বস্ত ‘ বোধ করছেন। বিশেষ করে ট্রাম্পের আরোপিত শুল্পের প্রভাব এই উদ্বেগের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে।
জাপানিজ সমবায় সংবাদ সংস্থা কিয়োডো নিউজের এক জরিপে এ চিত্র দেখা গেছে।
গত মার্চ থেকে এপ্রিলের মধ্যে চালানো জরিপ অনুসারে, কেন তারা অস্বস্তি বোধ করছেন, জানতে চাইলে ৪২ শতাংশ মুক্ত বাণিজ্যের জন্য শুল্কের হুমকির কথা উল্লেখ করেছেন। অন্যদিকে ৪১ শতাংশ তার অপ্রত্যাশিত পদক্ষেপের দিকে ইঙ্গিত করেছেন।
এপ্রিলের শুরুতে ট্রাম্প জাপানসহ বেশির ভাগ দেশের জন্য তার তথাকথিত পারস্পরিক শুল্ক বাস্তবায়নে ৯০ দিনের বিরতি ঘোষণা করেছিলেন। মে মাসে দুই দেশ একটি চুক্তিতে পৌঁছানোর আগে তিনি চীনের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ রেখেছিলেন, যাতে দুটি দেশ তা হ্রাস করতে পারে।
বিপরীতে, ‘অস্বস্তির চেয়ে বেশি আশা’ প্রকাশকারী ১৭ শতাংশ মানুষের মধ্যে ৫৭ শতাংশ বলেছেন, ট্রাম্প ‘নেতৃত্ব প্রদর্শন করেন’ এবং ৩৩ শতাংশ ‘ক্রমবর্ধমান আধিপত্যবাদী চীনের বিরোধিতা করার তার প্রচেষ্টার’ প্রশংসা করেছেন।
জরিপ অনুসারে, প্রায় ৫৩ শতাংশ বলেছেন যে, চীন দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান সংঘাতের জন্য দায়ী। এরমধ্যে ৪৪ শতাংশই বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র উত্তেজনার কারণ।
জরিপে জাপানের কি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জোর দেওয়া উচিত চীনের সঙ্গে?- এ প্রশ্নে ৪৭ শতাংশ মার্কিন যুক্তরাষ্ট্রকে বেছে নিয়েছেন এবং ৪৮ শতাংশ বলেছেন, দুই দেশের সঙ্গে জাপানের সম্পর্ক একই স্তরে রাখা উচিত। মাত্র ১ শতাংশ চীনকে অগ্রাধিকার দেওয়ার পক্ষে মত দিয়েছেন।
সাম্প্রতিক বছরগুলোতে যারা বলছেন, চীনের সঙ্গে সম্পর্কের চেয়ে জাপানের একটি গুরুত্বপূর্ণ মিত্র মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ককে মূল্য দেওয়া উচিত, তাদের সংখ্যা হ্রাস পাচ্ছে। ২০২১ সালের জরিপে এই সংখ্যা ৫৪ শতাংশ ছিল এবং ২০২২ সালে তা ৫৩ শতাংশে নেমে এসেছে।
টোকিও বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট স্কুল অব পাবলিক পলিসির আন্তর্জাতিক রাজনীতির অধ্যাপক কাজুতো সুজুকি বলেছেন, ‘যারা যুক্তরাষ্ট্রকে বেছে নিয়েছেন তাদের সংখ্যা যারা কোনো দেশকেই বেছে নেননি তাদের সমান ছিল, যা আমাদের সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তনের ইঙ্গিত দেয়।
গত ৪ মার্চ থেকে ডাকযোগে পরিচালিত এই জরিপে জাপানের ২৫০টি অঞ্চলে ১৮ বছর ও তার বেশি বয়সী তিন হাজার মানুষ অংশ নেয়। ১৪ এপ্রিলের সময়সীমার মধ্যে মোট এক হাজার ৮৬৭টি বৈধ প্রতিক্রিয়া পাওয়া গেছে।
আপনার মতামত লিখুন :