ঢাকা সোমবার, ১৯ মে, ২০২৫

বিশ্বে সবচেয়ে গরম এখন কোথায়?

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: মে ১৯, ২০২৫, ১০:২৪ এএম
সূর্যের তাপে উত্তপ্ত অবস্থা। ছবি- সংগৃহীত

বর্তমানে বিশ্বের উত্তপ্ত অঞ্চলগুলোর মধ্যে শীর্ষে রয়েছে মিশর। দেশটির এল খারগা অঞ্চলে বিশ্বের সর্বোচ্চ তাপমাত্রা (৪৭ দশমিক ১ ডিগ্রি) বিরাজ করছে। এমনকি দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা (৪৭ ডিগ্রি) রয়েছে লুক্সর শহরে। এটি রেকর্ড করেছে মিশরের সাউথ ভ্যালি ইউনির্ভাসিটি।

তবে শুধু মিশর নয়, মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও চলছে প্রচণ্ড গরম। ইরাকের মাইসান প্রদেশের আলি আল-ঘারবি শহরে তাপমাত্রা উঠেছে ৪৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, যা বিশ্বে পঞ্চম সর্বোচ্চ। মাইসানের রাজধানী আমারাহ রেকর্ড করেছে ৪৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, যা তালিকার সপ্তম স্থানে।

সৌদি আরব, ওমান, পাকিস্তান, ভারত এবং ইরানও স্থান করে নিয়েছে এই তালিকায়। ৪৬ ডিগ্রি বা তার কাছাকাছি তাপমাত্রা রেকর্ড হয়েছে এসব অঞ্চলে। ৪৬.৪ ডিগ্রি তাপমাত্রা নিয়ে তালিকায় ৯ম স্থানে নাম এসেছে পাকিস্তানের বাহো নগরের।

সমান তাপমাত্রার জন্য এর পরেই ১০ম স্থানে নাম এসেছে ভারতের উত্তর প্রদেশের বান্ডা এয়ারপোর্ট অঞ্চলের। ১১ ও ১৪ তম স্থানে আবারও তালিকাভুক্ত হয়েছে পাকিস্তানের জাকোবাবাদ ও সিবি অঞ্চলের নাম।

ক্যালিফোর্নিয়ার প্ল্যাসারভিল ওয়েদার স্টেশনের তথ্য অনুযায়ী, এই গরম দক্ষিণ ও মধ্য এশিয়া এবং উত্তর আফ্রিকার একটি বিস্তৃত অঞ্চলজুড়ে ছড়িয়ে পড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে এমন তাপপ্রবাহ ভবিষ্যতে আরও বেশি দেখা দিতে পারে।