ভারতের বিভিন্ন রাজ্যে চলমান যৌথ অভিযানে ১২১ জন তথাকথিত বাংলাদেশি নাগরিককে আটক করার দাবি করেছে দেশটির পুলিশ।
ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, মহারাষ্ট্র, কেরালা, কর্ণাটক ও পশ্চিমবঙ্গসহ একাধিক রাজ্যে এ অভিযান চালানো হয়।
আটকদের মধ্যে বেশিরভাগই গৃহশ্রমিক, নির্মাণশ্রমিক অথবা ক্ষুদ্র ব্যবসায় জড়িত ছিলেন। তবে তাদের কারো কাছেই বৈধ ভিসা বা বাসস্থানের অনুমতি ছিল না বলে দাবি করেছে ভারতীয় কর্তৃপক্ষ।
একজন জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, ‘আটকদের মধ্যে কেউ কেউ ভুয়া পরিচয়পত্র ব্যবহার করছিলেন। আমরা যাচাই-বাছাই করে নিশ্চিত হয়েছি তারা বাংলাদেশি নাগরিক এবং অবৈধভাবে ভারতে প্রবেশ করেছেন।’
ভারত সরকার জানিয়েছে, আটকদের জিজ্ঞাসাবাদ শেষে বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে তাদের পরিচয় নিশ্চিত করা হয়েছে এবং দেশে ফেরত পাঠানোর প্রস্তুতি শুরু হয়েছে। সংশ্লিষ্ট আইন অনুযায়ী শিগগিরই তাদের ডিপোর্ট করা হবে বলে জানা গেছে।