ইরান ইস্যুতে ইসরায়েল যেন একই কৌশল অবলম্বন করে- নেতানিয়াহুকে ট্রাম্পের পক্ষ থেকে এ রকম বার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি-বিষয়ক মন্ত্রী ক্রিস্টি নোয়েম।
সোমবার (২৬ মে) ইসরায়েল সফর শেষে মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে তিনি বলেন, নেতানিয়াহুর সঙ্গে তাঁর খোলামেলা ও সরাসরি আলোচনা হয়েছে।
মার্কিন-ইরান পরমাণু বিষয়ে আলোচনার পঞ্চম দফার পর এ মন্তব্য করেন ক্রিস্টি।
ক্রিস্টি নোয়েম বলেন, ‘এসব আলোচনার অগ্রগতি কেমন এবং আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এগোনো কতটা গুরুত্বপূর্ণ—সেসব নিয়ে প্রধানমন্ত্রীর (নেতানিয়াহু) সঙ্গে কথা বলার জন্য প্রেসিডেন্ট ট্রাম্প বিশেষভাবে আমাকে এখানে পাঠিয়েছেন।’
গত রোববার ট্রাম্প ইঙ্গিত দেন, (ইরানের সঙ্গে) আলোচনার অগ্রগতি ইতিবাচক। তিনি সাংবাদিকদের বলেন, ‘ইরানের সঙ্গে আমাদের খুব ভালো আলোচনা হয়েছে। আমি জানি না, দুই দিনের মধ্যে আপনাদের ভালো না খারাপ খবর দিতে পারব। তবে আমার মনে হচ্ছে, সেটা ভালো কিছুই হবে।’
গত সপ্তাহে সিএনএন এক প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃত করে বলেছে, যুক্তরাষ্ট্রের নেতৃত্বে চলমান আলোচনার মধ্যেও ইসরায়েল ইরানের পরমাণু স্থাপনায় হামলার প্রস্তুতি নিচ্ছে।
ইরানও যেকোনো ইসরায়েলি হামলার কঠোর জবাব দেওয়ার হুমকি দিয়েছে। নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ করার চেষ্টা করছেন দাবি ইরানের।
ইসরায়েল ইরানের বিরুদ্ধে পারমাণবিক বোমা তৈরি ও ইসরায়েলবিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোকে সমর্থনের দাবি করে আসছে। এ জন্য দেশটিকে শত্রু বিবেচনা করে ইসরায়েল।
সোমবার ক্রিস্টি নোয়েম বলেন, ‘যুক্তরাষ্ট্র জানে, নেতানিয়াহু ইরানকে বিশ্বাস করেন না। যুক্তরাষ্ট্রের জনগণের জন্য বার্তা হলো, আমাদের এমন একজন প্রেসিডেন্ট আছেন, যিনি শান্তি চান। কিন্তু সেই সঙ্গে এমন একজন প্রেসিডেন্টও চান, যিনি ভবিষ্যতে ইরানের পারমাণবিক অস্ত্র সক্ষমতা কোনোভাবেই সহ্য করবেন না। তারা কোনো পারমাণবিক অস্ত্র পাবে না। প্রেসিডেন্ট তা হতে দেবেন না।’
আপনার মতামত লিখুন :