ভারতের আহমেদাবাদে বিধ্বস্ত হওয়া এয়ার ইন্ডিয়া ফ্লাইট এআই-১৭১-এর একটি ব্ল্যাক বক্স উদ্ধার করেছে বিমান দুর্ঘটনা তদন্ত ব্যুরো (এএআইবি)। শুক্রবার (১৩ জুন) স্থানীয় সময় ভোরে দুর্ঘটনাস্থলের কাছের একটি মেডিকেল হোস্টেলের ছাদ থেকে ফ্লাইট ডেটা রেকর্ডার (এফডিআর) উদ্ধার করা হয়।
তবে অপর গুরুত্বপূর্ণ ব্ল্যাক বক্স, ককপিট ভয়েস রেকর্ডার (সিভিআর) এখনো উদ্ধার হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এফডিআর উদ্ধারকে তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচনা করা হচ্ছে। এর মাধ্যমে বিমানের প্রযুক্তিগত ত্রুটি, উড্ডয়নের সময় পাইলটের সিদ্ধান্ত ও বিমানের প্রতিক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানা যাবে। বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী কে. রাম মোহন নাইডু এক্সে (টুইটারে) লিখেছেন, ‘এএআইবি ২৮ ঘণ্টার মধ্যে ব্ল্যাক বক্স উদ্ধার করেছে, এটি তদন্তে সহায়তা করবে।’
এর আগে দুর্ঘটনাস্থল থেকে একটি ডিজিটাল ভিডিও রেকর্ডার (ডিভিআর) উদ্ধার করা হয়েছিল, যেটিকে অনেকেই ভুল করে ব্ল্যাক বক্স ভেবেছিলেন। তবে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় (এমওসিএ) নিশ্চিত করেছে—ওটি ব্ল্যাক বক্স ছিল না।
এই দুর্ঘটনাকে চল্লিশ বছরের মধ্যে ভারতের সবচেয়ে বড় ওয়াইড-বডি বিমান দুর্ঘটনা হিসেবে দেখা হচ্ছে। এটি বিশ্বব্যাপী বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারের প্রথম বড় দুর্ঘটনাও।
ফ্লাইট ট্র্যাকিং তথ্যমতে, উড্ডয়নের কিছুক্ষণ পরই বিমানের সংকেত হারিয়ে যায়। এর পরে এটি প্রতি মিনিটে প্রায় ৪৭৫ ফুট উল্লম্ব গতিতে নিচে নামতে থাকে এবং দ্রুতই বিধ্বস্ত হয়।
ভারতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (ডিজিসিএ) জানিয়েছে, উড্ডয়নের সময় পাইলটরা আহমেদাবাদ বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল (ATC) কে একটি ‘মে ডে’ সংকেত পাঠান—যা গুরুতর বিপদের ইঙ্গিত দেয়। এরপরই বিমানটি বিমানবন্দরের বাইরে বিধ্বস্ত হয়।

 
                            -20250613203726.jpg) 
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন