দখলদার ইসরায়েলের ভয়াবহ বিমান হামলার জবাবে পাল্টা আঘাত হেনেছে ইরান। শনিবার (১৪ জুন) সকালে দেড় শতাধিক ক্ষেপণাস্ত্র ছুড়ে ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালায় তেহরান। এই হামলায় এখন পর্যন্ত একজন নিহত এবং অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। ধ্বংস হয়ে গেছে অন্তত নয়টি ভবন।
ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ জানিয়েছে, তেল আবিবের কেন্দ্রস্থলে একটি উঁচু ভবনে সরাসরি ক্ষেপণাস্ত্রের আঘাত লাগে। এতে ভবনটির নিচের এক-তৃতীয়াংশ ধসে পড়ে। এ ছাড়া শহরতলির রামাত গান এলাকায় নয়টি ভবন সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে।
বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টার দিকে জেরুজালেমের আকাশে একাধিক বড় বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের নতুন করে ছোড়া একটি মিসাইল ওয়েভ ইসরায়েলের দিকে অগ্রসর হচ্ছে।
ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, ইসরায়েল রাষ্ট্রের দিকে আরও একটি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।
আইডিএফ আরও জানায়, তাদের প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে এবং হামলা প্রতিহত করার চেষ্টা চলছে। তবে এই মুহূর্তে নতুন হামলার ফলে হতাহতের কোনো তথ্য নিশ্চিত করা হয়নি।
উল্লেখ্য, শুক্রবার (১৩ জুন) ভোররাতে ইসরায়েল ব্যাপক হামলা চালায় ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনাগুলোর ওপর। ‘রাইজিং লায়ন’ নামের এই অভিযানে নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রসহ বিভিন্ন সামরিক গবেষণা কেন্দ্র লক্ষ্যবস্তু হয়।
এতে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা ও বিজ্ঞানীসহ অন্তত ৭৮ জন নিহত হন এবং আহত হন তিন শতাধিক। এই বর্বর হামলার পাল্টা জবাব দেওয়ার ঘোষণা দিয়েছিল ইরান, যা শনিবার বাস্তবে রূপ নিল।





সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন