ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেকশিয়ান ইসরায়েলি আক্রমণ সম্পর্কে ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির কোনো ইচ্ছা নেই বলে জানান। ইরানের সরকারি সংবাদ সংস্থা ইরনা এ তথ্য জানিয়েছে।
পেজেকশিয়ান বলেন, ‘শত্রুরা মারধর, হত্যা এবং হত্যা করে আমাদের এবং জাতিকে দৃশ্যপট থেকে সরিয়ে দিতে পারে না। কারণ যার পতাকা পড়ে যায়, তার জন্য আরও শত শত বীর আছেন যারা পতাকা তুলে নেবেন এবং এই কাপুরুষদের নিষ্ঠুরতা, অবিচার, অপরাধ এবং বিশ্বাসঘাতকতার বিরুদ্ধে দাঁড়াবেন’।
ইরানি জনগণ ‘আগ্রাসী’ এমন মন্তব্য অস্বীকার করে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে পারমাণবিক কর্মসূচি আলোচনা করার কথা জানান তিনি।
তিনি আরও বলেন, ‘আমরা পারমাণবিক অস্ত্র খুঁজছি না’। পশ্চিমারা বলছে যে, ইরানের এই ধরনের অস্ত্র পাওয়া উচিত নয়, ‘যদিও আমাদের এই অস্ত্রগুলো পাওয়ার কোনো ইচ্ছা নেই’।
তবে জ্বালানি ব্যবহারের উদ্দেশ্যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অব্যাহত রাখবে বলে জানান পেজেকশিয়ান। কারণ ইরানের ‘পারমাণবিক শক্তি থেকে উপকৃত হওয়ার অধিকার’ রয়েছে এমন মনে করেন তিনি।

-20250616112819.webp)
-20250616052621.webp)
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন