আকাশজুড়ে ঘন কালো মেঘ, ক্রমাগতই ধেয়ে আসছে বিশাল এক টর্নেডো। ঠিক সেই মুহূর্তেই প্রেমিকার সামনে হাঁটু গেড়ে বসে বিয়ের প্রস্তাব দিলেন এক তরুণ। হাতের আংটি দেখে দুহাতে মুখ চেপে ধরে বিস্ময়ে তাকিয়ে থাকেন প্রেমিকা। ঝড়ের মুখে দাঁড়িয়ে প্রেমের এই দৃশ্য যেন এক রূপকথার চিত্র।
ছবিটি তুলেছেন ‘স্টর্ম চেজার’ ও আলোকচিত্রী ব্র্যান্ডন কোপিক। দৃশ্যটি ধরা পড়ে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ডাকোটায়, গত ২৮ জুন। হাঁটু গেড়ে বসা তরুণের নাম ব্রাইস শেলটন, আর যাকে বিয়ের প্রস্তাব দেন তিনি পেইজ বার্ডোমাস।
তবে ঘটনাটি হঠাৎ কোনো রোমাঞ্চের ফল নয়। প্রেমিকা পেইজকে প্রস্তাব দেওয়ার জন্য দীর্ঘ কয়েক মাস ধরে উপযুক্ত মুহূর্ত খুঁজছিলেন শেলটন। কারণ, দুজনেই স্টর্ম চেজিং করেন- অর্থাৎ ঝড়ের পেছনে ছুটে বেড়ান। তাই ঝড়ের মুখে দাঁড়িয়ে প্রিয় মানুষটিকে জীবনসঙ্গী করার প্রস্তাব ছিল তাদের জীবনের সঙ্গে মানানসই এক নাটকীয় সিদ্ধান্ত।
ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করার পরই তা ভাইরাল হয়ে যায়। ছবির দৃশ্যপট, সাহস আর ভালোবাসার প্রকাশ দেখে, এরই মধ্যে এটি কোটি মানুষের প্রশংসা কুড়িয়েছে।
একজন মন্তব্য করেন, ‘সম্ভবত এটাই ইতিহাসের সবচেয়ে মহাকাব্যিক প্রস্তাব।’ আরেকজন লেখেন, ‘আমি স্টর্ম চেজার নই, কাউকেই চিনি না, তবু এটা জীবনের সেরা ছবি। শক্তি আর আবেগের অসাধারণ মিশেল।’
ঘটনার পর পেইজ বার্ডোমাস নিজেও ছবিটি পোস্ট করেন নিজের এক্স অ্যাকাউন্টে। টর্নেডোর তিনটি এবং নিজের আঙুলে শেলটনের আংটির একটি ছবি দিয়ে তিনি লেখেন, ‘দিনটাকে আর কীভাবে ছাড়িয়ে যাওয়া সম্ভব! দক্ষিণ ডাকোটায় ভালোবাসার মানুষটির সঙ্গে এক অসাধারণ অভিজ্ঞতা হলো; আর এখন তিনি আমার বাগদত্তা! জীবনের সবচেয়ে মহাকাব্যিক উপায়ে প্রস্তাব দিল সে। তোমার সঙ্গে পুরো জীবন কাটানোর অপেক্ষায় আছি, @BryceShelton01।’
আপনার মতামত লিখুন :