ঢাকা শনিবার, ১২ জুলাই, ২০২৫

অ্যাপলের বিরুদ্ধে ব্যবস্থা নিলেন পুতিন

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: জুলাই ৮, ২০২৫, ১১:২৪ পিএম
ছবি- সংগৃহীত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সোমবার (৭ জুলাই) একটি নতুন আইনে স্বাক্ষর করেছেন, যার ফলে স্মার্টফোন নির্মাতাদের বাধ্যতামূলকভাবে রাশিয়ার নিজস্ব অ্যাপ মার্কেটপ্লেস ‘রুস্টোর’-কে সমর্থন দিতে হবে। খবর রাশিয়া টুডে।

এই আইনটি মূলত অ্যাপলকে লক্ষ্য করে তৈরি করা হয়েছে। কারণ আইওএস সিস্টেমে তৃতীয় পক্ষের অ্যাপ মার্কেটপ্লেস ইনস্টল করা কঠিন। ইউরোপীয় ইউনিয়নের চাপের মুখে অ্যাপল কিছু পরিবর্তন আনলেও এখনো আইফোন-এ রুস্টোর ব্যবহার সম্ভব নয়।

নতুন আইনটি রাশিয়ার ভোক্তা সুরক্ষা আইনের অংশ হিসেবে পাস হয়েছে। এটি প্রি-ইনস্টল করা অ্যাপগুলোর ওপর নিয়ন্ত্রণ আরও কঠোর করে এবং নির্মাতাদের এমন কোনো অ্যাপ দিতে বাধা দেয় না, যা পেমেন্ট, সেটিংস বা আপডেট ব্যবস্থাপনা করে।

অ্যান্ড্রয়েড ফোনে এই আইন কিছুটা প্রভাব ফেলবে। স্যামসং, হুয়াওয়ে এখনো রুস্টোর প্রি-ইনস্টল করে না, তবে এসব ফোনে এই অ্যাপ সহজেই নামিয়ে ব্যবহার করা যায়।

রাশিয়া প্রথম ২০১৯ সালে দেশে তৈরি কিছু অ্যাপ বাধ্যতামূলক করে। তখন থেকেই স্মার্টফোন নির্মাতারা এই নিয়মে অসন্তোষ জানিয়ে আসছেন। তাদের মতে, এমন বাধ্যবাধকতা বাজারে প্রতিযোগিতা কমিয়ে একচেটিয়াতা তৈরি করতে পারে এবং প্রযুক্তি ব্যবসার ক্ষতি করতে পারে।