সোমবার, ১৪ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৩, ২০২৫, ০৪:১০ পিএম

তামিলনাড়ুতে ডিজেলবাহী ট্রেনে ভয়াবহ আগুন

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৩, ২০২৫, ০৪:১০ পিএম

ট্রেনে আগুন জ্বলছে। ছবি- সংগৃহীত

ট্রেনে আগুন জ্বলছে। ছবি- সংগৃহীত

ভারতের তামিলনাড়ুর তিরুভাল্লুর রেলস্টেশনের কাছে একটি ডিজেলবোঝাই মালগাড়িতে ভয়াবহ আগুন লেগেছে। এই ঘটনায় ট্রেনের চারটি বগি আগুনে পুড়ে গেছে।

রোববার (১৩ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, রোববার ভোর সাড়ে পাঁচটার দিকে হঠাৎ বিস্ফোরণের মতো শব্দের পর দাউ দাউ করে জ্বলতে থাকে ট্রেনটি। মুহূর্তেই চারটি বগিতে আগুন ছড়িয়ে পড়ে এবং আকাশে উড়তে থাকে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী।

আগুনের তীব্রতা এতটাই ছিল যে, আগুন লাগার আশঙ্কায় রেলপথের আশপাশের কিছু এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়। এই ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে উদ্ধারকারী দল। ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা। উদ্ধারকারীরা বলছেন, মালগাড়িটিতে ডিজেল থাকায় আগুন নিয়ন্ত্রণে আনা ছিল বড় চ্যালেঞ্জ।

জানা গেছে, ট্রেনটি ভারতের মানালি এলাকা থেকে তিরুপতি যাওয়ার পথে তিরুভাল্লুর স্টেশনের কাছেই দুর্ঘটনার কবলে পড়ে।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো নিশ্চিত নয়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এ ঘটনায় চেন্নাইগামী ট্রেন চলাচল কার্যত স্থবির হয়ে পড়ে। অন্তত আটটি ট্রেন বাতিল করা হয়েছে এবং পাঁচটি ট্রেনের রুট পরিবর্তন করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।

দক্ষিণ রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে থাকলেও স্বাভাবিক ট্রেন চলাচল ফিরিয়ে আনতে কাজ চলছে। খুব শিগগিরই রেলপথ পুরোদমে সচল হবে বলে আশাবাদী তারা।

রূপালী বাংলাদেশ

Shera Lather
Link copied!