তুরস্কের মধ্যাঞ্চলীয় এসকিসেহির প্রদেশে ভয়াবহ দাবানলে এখন পর্যন্ত ১০ জন দমকলকর্মী নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এতে আরও ১৪ জন আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
বুধবার (২৩ জুলাই) দেশটির কৃষি ও বনমন্ত্রী ইব্রাহিম ইউমাকলি তথ্য নিশ্চিত করেছেন।
সংবাদমাধ্যমের সূত্রে জানা যায়, সেয়িতগাজি জেলার একটি পার্বত্য অঞ্চলে গত মঙ্গলবার থেকে দাবানল নিয়ন্ত্রণে কাজ করেন উদ্ধারকারীরা। বুধবার হঠাৎ বাতাসের দিক পরিবর্তনের ফলে আগুন পাহাড়ের ঢালে অবস্থানরত একটি দমকল দলের দিকে ছুটে এলে ২৪ জন সদস্য আটকা পড়েন। এ সময় তাদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও ১০ জনের মৃত্যু হয়।
ঘটনার প্রত্যক্ষদর্শী দমকলকর্মী এরকান টেমেল স্থানীয় সংবাদমাধ্যম ইহলাস নিউজ এজেন্সিকে জানান, ‘ কয়েকজন পাহাড়ের ওপরে আগুন নেভাচ্ছিলেন, আমরা নিচে থেকে চেষ্টা করছিলাম। কিন্তু হঠাৎ বাতাসের দিক বদলে গেলে ওপরের লোকজন আগুনের মাঝে আটকা পড়ে যান। পরে তারা আর বের হতে পারেননি।’
তুরস্কের বিচারমন্ত্রী ইলমাজ টুনক জানিয়েছেন, ‘এ ঘটনার আইনি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং প্রসিকিউটররা এরই মধ্যে কাজ শুরু করেছেন ‘
তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ এক পোস্টে লেখেন, ‘ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত হবে এবং দায়ীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে।’
এদিকে ইউমাকলি আরও জানিয়েছেন, ‘বুধবার পর্যন্ত তুরস্কের মধ্য ও পশ্চিমাঞ্চলের পাঁচটি প্রদেশে এখনো সাতটি দাবানল সক্রিয় রয়েছে। দমকল বাহিনী ও উদ্ধারকারী টিম দিনরাত কাজ করছে আগুন নিয়ন্ত্রণে আনতে।’
তুরস্কের ভূপ্রকৃতি এবং গ্রীষ্মকালে ক্রমবর্ধমান তাপমাত্রা দাবানলের জন্য অনুকূল পরিবেশ তৈরি করে। বিশেষ করে জুলাই-আগস্ট মাসে ভূমধ্যসাগরীয় অঞ্চলে দাবানল সাধারণ ঘটনা হলেও এবার মধ্যাঞ্চলেও বড় ধরনের অগ্নিকাণ্ড দেখা দিচ্ছে।
এর আগে ২০২১ সালে তুরস্ক ভয়াবহ দাবানলের সম্মুখীন হয়েছিল, তখন কয়েক সপ্তাহ ধরে বিস্তীর্ণ বনভূমি পুড়ে যায় এবং বহু মানুষ ঘরছাড়া হয়।