ঢাকা সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫

রাশিয়া বেলারুশের সামরিক মহড়ায় উপস্থিত মার্কিন কর্মকর্তা

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২৫, ০৭:২১ পিএম
সামরিক মহড়ার ছবি। সংগৃহীত

রাশিয়া-বেলারুশের যৌথ সামরিক মহড়া দেখতে উপস্থিত হয়েছেন এক মার্কিন সামরিক কর্মকর্তা। সোমবার (১৫ সেপ্টেম্বর) বেলারুশের প্রতিরক্ষামন্ত্রী ভিক্টর ক্রেনিন এ কথা জানান। বার্তাসংস্থা রয়টার্সও এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করে।

গত শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাশিয়া ও বেলারুশ নিজ নিজ দেশে ২০২৫ সালের বার্ষিক যৌথ সামরিক মহড়া শুরু করে, যা জাপাড-২০২৫ নামে পরিচিত। এমন এক অস্থির সময় দুই দেশের যৌথ মহড়া শুরু হয়, যখন ন্যাটোর সঙ্গে উত্তেজনা বাড়ছে রাশিয়ার। মহড়ার দুই দিন আগে রাশিয়ার ড্রোন ভূপাতিত করে পোল্যান্ড।

এদিকে মহড়ায় যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তার উপস্থিতিকে চমক হিসেবে দেখছে বেলারুশ। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক ভিডিওতে দেখা যায়, বেলারুশের প্রতিরক্ষামন্ত্রী তাদেরকে মহড়ার সবকিছু ঘুরিয়ে দেখাচ্ছেন।

রাশিয়ার ঘনিষ্ট মিত্র বেলারুশে যুক্তরাষ্ট্রের উপস্থিতিকে দুদেশের সৌহার্দপূর্ণ সম্পর্কের চিহ্ণ হিসেবে দেখছে রাজনৈতিক বিশ্লেষকেরা। অথচ বেলারুশ ২০২২ সালে ইউক্রেনে হামলা করতে রাশিয়াকে তার ভূখণ্ড ব্যবহারের সুযোগ দিয়েছিল। যার মাধ্যমে মস্কো সহজে ইউক্রেনে হাজার হাজার সৈন্য প্রবেশ করাতে সক্ষম হয়েছিলো।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন যুদ্ধ শেষ করতে বেলারুশের সঙ্গে সম্পর্ক উন্নত করতেছে। সবশেষ গত সপ্তাহে দেশটির প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোকে চিঠি লিখেন ডোনাল্ড ট্রাম্প। রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গেও ঘনিষ্ট সম্পর্ক রয়েছে  লুকাশেঙ্কোর।