রাশিয়ার পূর্বাঞ্চলে অন্তত ৫০ জন আরোহী নিয়ে বৃহস্পতিবার একটি যাত্রীবাহী বিমান নিখোঁজ হয়েছে। বিমানটির খোঁজে জরুরি পরিষেবা তল্লাশি চালাচ্ছে বলে দেশটির আঞ্চলিক গভর্নর নিশ্চিত করেছেন। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করে।
প্রতিবেদনে বলা হয়েছে, এন-২৪ বিমানটির সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। সাইবেরিয়াভিত্তিক আঙ্গারা নামে বিমানসংস্থা দ্বারা পরিচালিত বিমানটি চীন সীমান্তবর্তী আমুর অঞ্চলের টিন্ডা শহরের দিকে যাওয়ার সময় রাডার স্ক্রিন থেকে বিচ্ছিন্ন হয়ে যায় বলে জানায় স্থানীয় জরুরি মন্ত্রণালয় ।
দেশটির আঞ্চলিক গভর্নর ভ্যাসিলি ওরলোভ জানিয়েছেন, প্রাথমিক তথ্যানুযায়ী বিমানটিতে পাঁচ শিশুসহ ৪৩ জন যাত্রী ছিলেন। এ ছাড়া এতে ছয়জন ক্রু সদস্য ছিলেন। বিমানটির খোঁজে প্রয়োজনীয় সব বাহিনী মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
আপনার মতামত লিখুন :