অভিবাসন সংক্রান্ত শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় মালয়েশিয়া ১২৩ জন বাংলাদেশিসহ মোট ১৯৮ জন বিদেশি নাগরিককে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে।
কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের (কেএলআইএ) টার্মিনাল ১ ও ২-এ মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা তাদের দেশে প্রবেশ করতে দেয়নি। এসব যাত্রীকে বিমানবন্দরেই আটকে দেওয়া হয়।
মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থার মহাপরিচালক দাতুক সেরি মোহাম্মদ শুহাইলি মোহাম্মদ জেইন জানান, ‘যেসব যাত্রী মালয়েশিয়ায় প্রবেশের অনুমোদন পাননি, তাদের ‘নট টু ল্যান্ড’ পদ্ধতির আওতায় বহিষ্কার করা হচ্ছে।’
বৃহস্পতিবার (২৪ জুলাই) টার্মিনাল-১ থেকে মোট ১২৮ জনকে আটক করা হয়। এর মধ্যে ১২৩ জনই বাংলাদেশের নাগরিক। বাকি পাঁচজনের মধ্যে দুজন পাকিস্তানি, দুজন ইন্দোনেশীয় এবং একজন সিরিয়ার নাগরিক।
এ ছাড়া টার্মিনাল-২ থেকে আরও ৭০ জন বিদেশিকে আটক করা হয়। এদের মধ্যে ৫১ জন ইন্দোনেশীয়, ১৩ জন ভারতীয়, চারজন পাকিস্তানি এবং দুজন ভিয়েতনামের নাগরিক রয়েছেন।
শুহাইলি মোহাম্মদ জেইন আরও বলেন, ‘মালয়েশিয়াকে অবৈধ অভিবাসনের ট্রানজিট কেন্দ্র হিসেবে ব্যবহারের প্রবণতা বন্ধ করতে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’
আপনার মতামত লিখুন :