গাজার উদ্দেশে রওনা দিয়েছিল মানবিক সহায়তাবাহী জাহাজ ‘হানদালা’। ছিলেন ২১ জন সাহসী আরোহী। এরপরই শনিবার রাতে গন্তব্যের প্রায় ৭০ নটিক্যাল মাইল দূরে ‘ইসরায়েলি’ বাহিনী আটক করে জাহাজটিকে। সংবাদমাধ্যম সিএনএন রোববার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
এক ইউটিউব লাইভ স্ট্রিমে দেখা যায়, সশস্ত্র ‘ইসরায়েলি’ সেনারা জাহাজে উঠে পড়ছে। ওই সময় জাহাজের ডেকে থাকা সবাই লাইফ জ্যাকেট পরে দুহাত উঁচু করে আত্মসমর্পণের ভঙ্গিতে দাঁড়িয়ে ছিল। এর মধ্যে সেনাদের একজন ক্যামেরার মুখ ঘুরিয়ে দেয় এবং কিছুক্ষণ পরেই লাইভ সম্প্রচারটি বন্ধ হয়ে যায়।
ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের (এফএফসি) এক মুখপাত্র সিএনএনকে জানিয়েছেন, ‘দখলদার বাহিনী আমাদের ক্যামেরা নষ্ট করে দিয়েছে এবং সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।’
‘ইসরায়েলের’ পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক বিবৃতিতে জানায়, ইসরায়েলি নৌবাহিনী অবৈধভাবে গাজার উপকূলীয় জলসীমায় প্রবেশের চেষ্টা করা ‘নাভার্ন’ (‘হানদালা’র আগের নাম) জাহাজটি থামিয়ে দিয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, “জাহাজটি নিরাপদে ‘ইসরায়েল’ উপকূলে আনা হচ্ছে। সব যাত্রী নিরাপদে রয়েছেন। অবৈধভাবে অবরোধ ভাঙার প্রচেষ্টা বিপজ্জনক, বেআইনি এবং চলমান মানবিক সহায়তা প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করে।”
‘হানদালা’, যার নামকরণ করা হয়েছে খ্যাতনামা ফিলিস্তিনি কার্টুন চরিত্রের নামে, যা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের অংশ। সংগঠনটি এর আগেও বহুবার সমুদ্রপথে গাজার অবরোধ ভেঙে মানবিক ত্রাণ পাঠানোর চেষ্টা করেছে।
এফএফসি জানায়, ‘হানদালা’য় ২১ জন নিরস্ত্র যাত্রী ছিলেন, যাদের মধ্যে রয়েছেন ফ্রান্স ও ইউরোপীয় পার্লামেন্টের দুই সদস্য এবং মার্কিন ট্রেড ইউনিয়ন নেতা ক্রিশ্চিয়ান স্মল। জাহাজটিতে শিশুখাদ্য, ডায়াপার, খাবার ও ওষুধসহ জীবনরক্ষাকারী সহায়তা সামগ্রী ছিল।
লাইভ স্ট্রিম বন্ধ হওয়ার কিছুক্ষণের মধ্যেই এফএফসি এক বিবৃতিতে জানায়, ‘নিরস্ত্র জাহাজটিকে ইসরায়েলি বাহিনী জোরপূর্বক আটক করেছে, যাত্রীদের ধরে নিয়ে গেছে এবং ত্রাণ জব্দ করেছে।’
জাহাজ আটক হওয়ার কয়েক ঘণ্টা আগে এফএফসি জানিয়েছিল, আটক এড়াতে ‘হানদালা’ গাজা উপকূলের পরিবর্তে মিশরের দিকে যাত্রা করছে।

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
       -20251031160223.webp) 
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন